ত—ব্যঞ্জন বর্ণমালার ষোড়শ ও ৪র্থ বর্গের প্রথম বর্ণ। ইহার উচ্চারণ স্থান দন্ত । উচ্চারণকালে উপরের দন্ত পঙক্তিতে জিহ্বাগ্র স্পর্শ করিতে হয়। তবর্গের বর্ণগুলি তারল্য, মৃদুতা ও কোমলতা-ব্যঞ্জক ; যেমন টবর্গের বর্ণসমূহ কঠিনতা-জ্ঞাপক। ত বৰ্গীয় বর্ণযোগে শব্দায়ক পদ মাত্রেরই সহিত কোমলতার ভাব জড়িত থাকে যথা—তলন্তল তর্ত : থম্পস্ । দল্লে, তাইতাই ইত্যাদি। কোন কঠিন বস্তু ঠক্ করিয়া পড়ে কিন্তু কোমল গলিত পদার্থ থক্ বা থসূ করিয়া পড়ে। ২। (তে ) [সং4অব্যয় : শব্দ–"তু" হইতে ; বাংয় “তো”ও লিখিত হয়। প্র—“তইতো থাকি একাকিনী ।” – গিরিশ ঘোষ ] অ, ভাব ক্রিয়াদির বাস্তবিকতা, নিশ্চয়ত, দৃঢ়তা প্রভৃতি জ্ঞাপক। প্র—“প্রণাম কর লো তায় সেই ত ; দেবতা তব "-অম্বুজামুন্দরী। "মোরা ত ; রয়েছি তোমারি সন্তান যদিও হয়েছি পতিত ।" —রবি । সেখানে যাবই ত, যেতেই ত হবে । ৩ । পাদপূরণে। প্র—“গোসাঞি দিলেন তবে বিউনির বায়। যত ছিল ছার পাশ উড়িয়া ত যায়।”—শুষ্ঠপুরাণ। “কেমন রূপে ত আধ্য আছে নিজ পুরে।”—ণুগুপুরাণ । ৪ । প্রশ্নে যে পদের সহিত অম্বিত হয় তৎসম্বন্ধে নিশ্চয় বা নিঃসন্দেহ হইবার আকাঙ্ক্ষা ব| প্রয়োজন অর্থে। প্র—“কি কারণে হেথা আজি কহু লো মুরলে, গতি তব ? * * * * * * * * * ভাল ত আছেন, কহ, প্রিয় সর্থী মম বারীন্দ্রাণী ?”—মেঘনাদ । মুখে আছত এখন। সতত আমার লাগি হতে জ্বালাতন।”—গান ( সাতু বাবু) । • । বলদান ( emphasis ) অর্থে ( "অত:পর, এখন আর” এই অর্থ জ্ঞাপক "আর" শব্দের সহিত যুক্ত হইয়া "যে" এই শব্দের অর্থ প্রকাশ করে ) । প্র—“দ্বিজ রাসবিহারী বলে, আর ত হাসি রাখতে নারি, তুমি যারে মা বলিলে সে বটে তোমারি নারী।"— রাসবিহারী মুখো । ৬। অবধারণ অর্থে। প্র— তাইত ; আমি ত জানি না । “আমি ত অৰলা, তাহে এত জ্বালা, বিষম হুইল বড়।"-চণ্ডীদাস। [ দ্র:—মতান্তরে বাক্যালঙ্কারবিশেষ । "ত, বড় প্রভৃতি কতকগুলি অব্যয় শব্দ কেবল বাক্যালঙ্কারেই ব্যবহৃত হয় ; সেগুলির কোন বিশেষ অর্থ নাই ; যেমন আমি ত জানি না ; তুমি যে বড় দেখলে? ইত্যাদি।”—বাঙ্গালা ব্যাকরণ ] マラ ৭ । কিন্তু : পরস্তু। প্র—“তোমার কথা হেথা কেহ ত বলে না করে শুধু মিছে কোলাহল।”—রবি। "যাদের চাহিয়ে তোমারে ভুলেছি তারা ত চাহে না আমারে।”— রবি । ৮। পক্ষে। প্র—অন্তের কথা ছাড়িয়া দাও তাহার ত প্রতিজ্ঞা স্থির থাকবে ? ৯ । প্রতিজ্ঞাসূচক : নিশ্চয়ার্থক ( এখানে প্রশ্নের ভাব থাকিবে না ) । প্র—আমি ত যাব । সে হাঙের কাজ শেষ না করে ত ছাড়বে না। ১• । পরিমাণসূচক । [ এই সে দ্রঃ ] প্ৰ—“অতিশয় সাধ করি, এই তো হইল ।”-নিধুবাবু । ১১ । অনুরোধ বাক্যের মুদ্ভুত ৰ কোমলতা সম্পাদনার্থে। প্র—লগীটি তুমি একবার যাও ত তাহাকে সঙ্গে করে আন ত । ১২ ৷ বটে ; যদিও । প্র—সেখানে গেলাম ত কিন্তু কিছুই দেথা গেল না (তুল—ইং— did. I did go, but &c. So I off-of१यौ विङखि । यापूबा-'८उ” वा “७” । প্র—“কোমরেত তোপ দিল পাএত ডাড়কা ।”—শুষ্ঠপুরাণ । ঘাটত, বাত, মাঠত ইত্যাদি । অধিকরণে ত এখনও উত্তর বঙ্গে চলিত আছে। প্র—“তোমাকে মারিবে মন্ত্রণ। পেটত পাও দি আ "—ময়নামতীর গান। ১৪ । প্রা-বাং—৫মী বিভক্তি চিহ্ন (হেত্বর্থে)। প্র- “সংসার তরিবাত জদি বাইন্ধ হেন ভেলা—শূন্তপুরাণ। ১৫ । প্রা-বাং—২য় বিভক্তি চিহ্ন। আধু বাং-য় "কে"। প্র—“দেবীর চরিত্র কিছু কহিব তোমাত ।" —দুর্গামঙ্গল । ১৬ । প্রা-বাং-৩য় বিভক্তি চিহ্ন ( দ্বারা এই অর্থে) । প্র—“কপিলার ধীরত প্রভুক সিনান করাইল । দুর্গা আনি পরভুর অঙ্গ মার্জনাকৈল।”—শুন্তপুরাণ। এই রূপ সুতাৎ—স্বতার দ্বারা, দড়িৎ—দড়ি দ্বারা । তইঅও, তইও (তৈও) [তথাপিও হইতে ব্রজ। প্রা-বাং-য় তথাপিং । আধু-বাং— তবুও ; গ্রা-হি—তয়-তবুও। হি—তবধ ] অ, তবুও : তথাপি। প্র—সব দিন কামিনি দরসন জাএ । তইঅও বেআধি বিরহ অধিকাএ ॥"-বিদ্যাপতি । “তইও কাম হৃদয়ে অনুপাম । রোয়ল ঘট উচল করি ঠাম।”—বিদ্যাপতি । ২ । [ তৎহেতু হইতে। আধু-বাং—তাইতে, সেই জন্য। প্ৰ—“মুনি গেল কুমুদিনী তইও তোহর ধনি শুনল মুথ অরবিন্দ ।”—বিদ্যাপতি । उ३२न (:ख्थन्) [ गः-उ९क१ । जब ] অ, তখনই ; সেই মুহূৰ্ত্তে। প্র—“রোই রোই পিয় সই কাহে লো পরাণি তইখন না গেলে ।"—বঙ্কিম। তহি, তঁহি (ড়েছি) [ছি—তা, তই=তথায় ব্ৰজ, প্রা-বাং পদসা—তঞি ] অ, তথায় ; সেইস্থানে ; তন্ত্র। “প্র—ফুকরই আড় বদন তঁহি ফেরি।”—বিদ্যাপতি : “তঁহি বলরাম বঞ্চিত একলে, সাধু ধামে অপরাধিয়া ।”—বলরাম দাস। ২। সে। প্র—“তঁহি পুন মোতিহার টুটি ফেলল”—বিদ্যাপতি । র্তহু (তে,াই ) [ ব্রজ ] সে। প্র—“যাওৰ হাম যতনত করবে ।"—বিদ্যাপতি । তক [হি ] অ, অবধি : পৰ্য্যন্ত । প্র—এতক : যে তত্ত্ব যাহা তত্ত্ব। প্র—তবে এই তত্ত্ব বুঝি।” —কালীপ্রসন্ন ঘোষ (নিশীথ চিন্তা )। তকতক ( কৃ, সং—তক্ (হান্ত করা) ধাতু হইতে হাস্ত আলোক, দীপ্তির রূপক ] অ, তরল উজ্জ্বল অর্থে। স্বচ্ছজলের মৃদ্ধ আন্দোলন বা তরঙ্গজাত দীপ্তিবোধক । প্র-দীঘির জল তক্তত্ব করিতেছে। ২। শুভ্রোজ্জ্বল জ্যোৎস্নার কমনীয় দীপ্তিবোধক ৷ প্ৰ—“লকুলক্ ফণি জটাবিরাজ তক্তক্তত্ত্ব রজনীরাজ।”—অ, ম৷ [ দ্রঃ-রৌদ্রের তীব্র আলোক চকচক করে, জ্যোৎস্নাতক্তত্ত্ব করে। কঠিন ধাতু মাজিলে eয়ককক করে তাঁহাই আবার জলে ধুইলে তক্তত্ব করে মৃদ্ধ অর্থে তিকৃতিক ] । তকমিনা (তোকৃমিনা) কৃ। জনী: পরি: ] বি, যে কাগজে থাস-খামারের উৎপন্ন ফসল প্রভৃতির হিসাব রাখা হয়, তাহার নাম । তকরাদ মিটান (তক্রামিটানো) [মহাঃ পরিঃ ] ক্রি, গ্রাহকের নামে মালখরচ লিখিয় উহা মাল বিক্রয় খাতায় জমা করা ৰ মহাজনের নামে নামে জমা করিয়া তাঁহা মাল-খরিদ থাতায় খরচ লেখা ; মহাজন ৰ ক্রেতার নামে জমা খরচ করিয়া প্রত্যেক মালের খরিদ বিক্রয় ভাঙ্গা । মাল জমাখরচের খাতার উভয়দিকের बांकी (balance) मनान कब्र [ मशखनक्कू, ו 1 כנסיג তকরার (তক্রার) [ গ্রা–তকরাদ। — তক,রার] বি, বিচার ; বিতর্ক ; বাদামুবাদ ; Rf Fșāk altercation. প্র-"কেটে ফেলে ঝাট যদি দেখে তকরার ”—ভারত5= | R I FFfF ; repcapitulation.
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৭২১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।