তাদ "তাখৈ তাথৈয়া, বাজে পাখোরাজ মুখর কঙ্কণ কিঙ্কিণী ।"–গোবিন্দদাস ৷ ২ ৷ আনন্দে বা হর্ষভরে উদও নৃত্য। প্র—“ইংলিশম্যান তাথৈ তাথৈ নাচিতেছেন"—বঙ্গবাসী ১৩১৮, २० भव । তদবস্থ্য (তাদোবোস্থ [ তদবস্থ+য ( ভাবে —ঞ্চ ) ] বি, ক্লী, সেই অবস্থায় অবস্থিতি [বাং ग्निल ] । তাদর্থ (তাদোর্থ ) { তদৰ্থ (অগ্নিমিত্ত )+য ( ভাবে ফ্য ) ] বি, ক্লী, তৎকারণত ; তৎহেতুত্ব । তাদাত্ম্য ( তাদাৎত ) { তৎ ( সেই ) হুইয়াছে আত্মা (স্বরূপ ) যাহার =তদাত্ম—তৎ স্বরূপ ) +য ( ভাবে ক্য) ] বি, ক্লী, একাত্ম ভাব : তৎস্বরূপত । তাদৃক [তা (সেই)—দৃশ, দশন করা ) + ক্ষিপ ( কৰ্ম্মে) যাহা সেইরূপ দৃষ্ট হয় ] বিণ, তাদৃশ ; তরূপ। তাদৃশ । তদু (সেই)-দৃশ, দশন করা ) । অ ( कtá=tद्) षांश cमश्ञ° पूछे शा] दि१, তষ্কপ : তদ্বিধ । স্ত্রী, তাদৃশী প্র—“ঈদৃশী তাদৃশী নহ ঈশান ঈহিণী”—অন্নদামঙ্গল। তাধিয়া (তাধিআ ) { শব্দাত্মক। ধিন্ভা ; তাধিন তা তাধিয়া ইত্যাদি নৃত্যের তান ও বোল হইতে]বি, তাণ্ডব নৃত্য :শিবালুচরদিগের নৃত্য। প্র—"ডিমি ডিমি ডিমি ডমরু বাজিছে । তাধিয়া তাধিয়া পিশাচ নাচিছে ॥”-- অন্নদামঙ্গল । ২ । তাণ্ডব নৃত্যের ও বাদের শব্দ। প্র-"তাধিয়া তাধিয়া বাজয়ে তাল । তাতাণেই থেই বলে বেতাল ॥”—অন্নদামঙ্গল। তান ( তান) { তন ( বিস্তীর্ণ হওয়: ) + অ ( কৰ্ম্মে ঘএ সংজ্ঞার্থে )—যাহা গায়ক কর্তৃক বিস্তীর্ণ হয় ] বি, পুং, গানের অঙ্গবিশেষ, অমুলোম বিলোম গতিতে গমঞ্চ মুচ্ছ নাদির দ্বারা রাগাদির বিস্তার। ২। রাগ। প্র—"রাগরাগিণী যত জাগ্রত হইল। রূপ প্রকাশিয়া ত্রিভুবন রাজিল। * * * * স্বরলোক মোহিত মোহন কুহকে। স্তম্ভিত বীণাপাণি স্বর তান পুলকে ॥”—দশমহাবিদ্যা। "আন তবে বীণা, সপ্তমহরে বাধ তবে তান ।”— স্বপ্নময়ী নাটক | ২ । সুর। প্র—“এক তানে সমীরণ সনে গাইছে তটিনী কুলকুল স্বনে”— বাং-গান । ৩ । [ হি—তান ] ধ্বনি। ডাক (তানে ঐ: ) । ৪ স্বরবিন্যাসের অগুতর নাম ; গানের মধ্যের তান ; গানের রাগিণীর আলাপমাত্র । প্র—“তান মান বাদ্যতাল নৃত্য গীত ক্রিয়াকাল তোমা হৈতে সকল নির্ণয় ।”—অ, ম, তান ছাড়–ক্রি, মুক্তকণ্ঠে গান করা। প্র—“মনেরি বাসনা যদি গাৰি গান, যদি থাকে বোধ উত্তৰ লয়ের QS о স্থান, তবে ত্রাণ কর মা বলে একবার তাঁর নামে ছাড় তান ।”—গোবিন্দ ব্রহ্মচারী । তান তোলা—ক্রি, গানের স্বর তোলা ; ক্রমে উচ্চ হইতে উচ্চতর গ্রামের সুর চড়ান। প্র—“থাকিয়া থাকিরা বিজনে পাপিয়া কানন ছাপিয়া তুলিছে তান ।”—রৰি। "দিবানিশি নাহি আন সপ্তমে তুলি তান ; নারদ মনোমত ধ্বনি, বীণা বাজা রে ॥"—হেমচন্দ্র ৷ তান ধরা—ক্রি, কোন বিশেষ সুর ধরা ; কোন স্বরে গমক মুচ্ছ নাদিসহ গান করা । ২ । গান আরম্ভ করা । প্র—“এইবার তান ধর আর বিলম্ব করো না । [ তুল—হি-তান #r—tone, tune; s—tonos ; si— tomus a stretching straining raising of the voice ) : éel-tonus ; C, &#, ফ্ৰে, জৰ্ম্ম, zệ–ton ; ডে—tone ; ডচ — toon ] ৪ । সঙ্কল্প ; লক্ষ্য। প্র—এক তান ¥R | ¢ | 5! : đđo : gait : air. তান (তান ) ( প্রাদে পূ:বঙ্গে । গ্রা-বাং— "তাহান” শব্দের সংক্ষেপ, সন্ত্রমার্থে। তুচ্ছার্থে তার | স, তাহার ( এই অর্থে গ্রা, তেনার শব্দেরও ব্যবহার আছে ) । প্র—“র্তাহার তনয়া মহামায়া নাম তাল । সালঙ্কারের সুপাত্রে কস্তা কৈল দান ॥”—সরদামঙ্গল ( শিবচন্দ্র ) । তানপুরা (তানপুর ) l তান (স্বর) পুৱা (पांश चांल्ला भूर्न शा) यांशब *क प्रांप्री গায়কের স্বর পূর্ণ হয় ] বি, পুং, বীণার আকৃতি বাদ্যযন্ত্রবিশেষ : তমুর বা তাম্বুরা। তানব (ব, ) [ তমু (কৃশ ) + অ ( ভাবে, ষ্ণ ) ] বি, ক্লী, কৃশতা : কাশ্য ; তমুত । [ বিরল ] । তানী { fŘ–Stal the warp ] বুনানের লম্ব স্বতা : টানা স্বত ; পড়েনের বিপরীত চওড়া দিকের বুননের স্বত । { হি—তানা ] তfনাপড়েন-টানাপড়েন, the warp and the woos. R | কৌশল : ছলনা। প্র—“জবাফুলে মোর পদ পুজেছে সাক্ষাতে । তায় যে তোমায় পাবে এত তান তাতে ॥”—ঘনরাম । "সেন বলে ত্যজ তানা তনু দেখি ক্ষীণ । শ্ৰীধৰ্ম্মদাসের দাস আমি অতি দীন ॥”—ঘনরাম ৷ ৩ ৷ দমবাজী ; ধোকা । ৪ । ভাংচী ; কুমন্ত্রণা । তানজা [ আ—তনাঙ্গা ( ঝগড়া ) ] বি, বিবাদ : কলহ ; ঝগড়া । ২ । ওজোর । তানা-না-না [ শব্দাত্মক বোলের অমুকার শব্দ ] বি, সঙ্গীত আলাপের প্রারম্ভিক স্বর ভজিবার বোল। প্র—তুম তান নান ইত্যাদি । ২ । [ গান করিবার পূৰ্ব্বে বা । সেতারাদি বাদ্য বাজাইবার পুৰ্ব্বে স্বর সাধিবার | তাপ । সময় তান লানা করিতে প্রকৃত সঙ্গীতারম্ভে क्लिष इ७ग्नांब्र डांस श्रउ ] २ांtज कांtछ नमग्न নষ্ট করা : মূল কার্ঘ্যে প্রবৃত্ত হইবার পূর্বে তাহার আয়োজনে সময়ক্ষেপ । . প্র-তোমার তানা নানা করতেই সময় গেল তুমি ষ্টেশনে যাবে কখন ? ৩। গোলমাল : গণ্ডগোল ; গোলযোগ । তানে, তাহানে [উাহাকে শব্দের প্রাদে রূপান্তর। প্রা, গ্রা-বাং ; সন্ত্রমার্থে। তুচ্ছার্থে তারে ] স, তাহাকে ৷ প্ৰ—“অতএব বৈঞ্চৰ না ছাড়ে কভু তানে "-কবিক ৷ ২ ৷ তাহার প্রতি । তানে [ তান দ্রঃ ] ক্রি, তান দেয় ; ডাকে ; শব্দ বা রব করে [ অপ্র ] । প্র--"ঘোরনাদে ঘুঘু যেন ঘন ঘন তানে।”—ঘনরাম। তাস্তব (তান্তৰ ) { তত্ত্ব + অ ( নিৰ্ম্মাণ বা বিকার অর্থে ক ) ] বিণ, তত্ত্বনিৰ্ম্মিত ৷ ২ ৷ বয়ন । ৩। বিণ, যাহা পিটিয়া অত্যন্ত সুগাতার প্রস্তুত করা বা বাড়নি যায় ; তান্তবতা ( তানাতাবোত ) [ তান্তব+ত ভাবে ] বি, যে গুণ থাকিলে বস্তুকে টানিলে বা টিপিলে বিস্তৃত হয়। "অনেক ধাতু পদার্থকে টানিয়া হুহ্মতত্ত্ব অর্থাৎ তার হয় : এই ধৰ্ম্মকে তাস্তবতা বলে।”—পদার্থবিদ্যা ( রামেন্দ্রমন্দর ज्जिप्तमौ ) । তান্ত্রিক (তানতৃক্ ) [তন্ত্র+ইক (কর্তৃ ) ] বিণ, তন্ত্রশাস্ত্রবেত্তা বা তন্মতাবলম্বী ৷ ২ ৷ ductile. তস্থশাস্ত্রসম্বন্ধীয় । ৩। তন্ত্রশাস্ত্ৰবিহিত । ৪ । সিদ্ধাপ্তজ্ঞ । ৫ । তত্ত্ব বা তাতসংক্রান্ত । ৬। সাম্প্রাদায়িক ব| বিশেষ মত সম্বন্ধীয় । ৭ । কলা বা বিদ্যাবিশেষের পারিভাষিক ; technical [food *ांदूग्न | | তাপ (তাপ) তপ (উত্তপ্ত করা, গরম করা ) + অ (ভাবে ঘঞ, ) ] বি, পুং, উষ্ণতা । ২ । [ জড়বিজ্ঞানে ] উত্তাপ ; শক্তির প্রকার, ভেদ মাত্র ; এই শক্তি জড় পদার্থের অণুতে নিহিত থাকে । "কঠিন : তরল ; বায়বীয় সকল পদার্থের অণু গতিশীল ও শক্তিযুক্ত হইলেই ঐ সকল পদার্থ তপ্ত হয় ।”—পদার্থবিদ্যা ( রা, সু, ত্রিবেদী ) । উত্তাপোৎপাদক শক্তি । "ইহা ভৌতিক জগতের একটি প্রধান বল। মতান্তরে ইহ পদার্থের পরমাণুর গতির কাৰ্য্যফল মাত্র।”-ভৌতিকতত্ত্ব । [ দ্রঃ– “তাপ আর উষ্ণতা এক নহে তবে দুইএ কোন ঘনিষ্ঠ সম্বন্ধ আছে । তাপযোগে উষ্ণতা বাড়ে, আর তাপ বাহির হইয়া গেলে উষ্ণতা কমে। * * * পদার্থ মাত্রেই তাপ অল্প বা অধিক পরিমাণে আছে, বরফ এমন শীতল তাহাতেও তাপ আছে।” স্পর্শেক্রিয় यांशंब्र थरुग्न ८लग्न छांशं उॉ*ों बाझ्, उांश উষ্ণতা "–পদার্থবিদ্যা (রা. ,ত্ৰিবেদী) ।
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৭৪৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।