তাল ভূতত্ত্বর : শিবালুচরবিশেষ। তালবেতাল সিদ্ধ হইয় রাজা বিক্রমাদিত্য তাহাদিগকে আজ্ঞাবহ করিয়াছিলেন বলিয়া প্রসিদ্ধি আছে । তালবা (তালোববে। ) l তালু°য (ভবার্থে —ঞ্চ ) ] বিণ, তালু হইতে উচ্চারিত। ২ । তালুসম্বন্ধীয়। তালব্যবণ—ই, ঈ, 5दर्श, प, * । তালভঙ্গ ( তাম্ভংগ ) বি, তাল কাটা ; বেতালা হওয়া ; নৃত-গীত বাদ্যের তাল কাটা । প্র—"দেব-সভ মাঝে নাচ করিবি সম্প্রতি । তায় হবে তালভঙ্গ তবে যাবি ক্ষিতি ॥"— ঘনরাম । তালমৰ্দ্দল ( তাম্মদ ) বি, পুং, বাদ্য বিশেষ : তালমাদল । তালযন্ত্র ( তাঞ্জনত্ৰে ) বি, ক্লী, শলো দ্ধারণার্থ যশ্ববিশেষ । তালশাস (তাল্লাশ, ) ভাল দ্রঃ । তালসাড়া ( তালপাড়া ) বি. তৃণবিশেষ। ২ । তালপত্রের বৃস্তভাগ যাহা বৃক্ষকাণ্ডে ংলগ্ন থাকে । তালা [ হি—তালা = দ্বারবন্ধ করিবার যন্ত্র } বি, কুলুপ। ২। অট্টালিকার থাক। ৩। কর্ণবিবরে জল প্রবেশ, তীব্ৰশব্দ কিম্বা দুৰ্ব্বলতা প্রভৃতি জনিত শ্রবণ শক্তির অভাব : শব্দগ্রহণে অক্ষমতা । প্র—“দারুণ প্রহার তায় উদরের জ্বালা । ঘন শ্বাস বহে তার কাণে লাগে তালা ॥" —কবিক । - তালাক, তাল্লাক ( তালা ) { আ— তলাক, ] বি. শপথ : দিব্য । প্র—“বীর বলে তোকে তালাক ভেডের ভেড়ে !”— ঘণরাম । ২ । ত্যাগপত্র ঃ মুসলমান সমাজে স্ত্রী বা স্বামীর সহিত সকল সম্বন্ধ বিচ্ছিন্ন করিয়া তাহাকে ঈশ্বরের নামে শপথ করিবার কালে যে পরিত্যাগ পত্র দেওয়া হয় । প্র— "তালাক দেওয়া স্ত্রীকে অন্তে বিবাহ করিয়৷ তালাক দিলে, আবার তাহার পূর্ব পতি উাহাকে বিবাহ করিতে পারিতেন।”— উ, বি। "আমি অনেকদিন হইল উহাকে তালাক দিয়া পরিত্যাগ করিয়াছি।” তালাস, সি ( , ) { তুকী—জুলাশ,] বি, অন্বেষণ ; অনুসন্ধান ; খোজ । প্র—“মন করোনা দ্বেষাদ্ধেধি * * * আমি বেদ আগম পুরাণে করিলাম কত খোজ তালাসি।”— রামপ্রসাদ । তালি । তাল, তালা দ্রঃ ] তালবৃক্ষ ; the ২ । তালবৃক্ষের eorypha taliera. ן ט fan-palm or palmyra. প্রকারভেদ ; *fiCof* ; flacourtia cataphracta. 8 I ছোট তালা বা পিন । ৫ । [ হি—তালী] চাৰি । ৬। সুগন্ধি মৃত্তিকাবিশেষ । ৭। তাড়ীর উচ্চারণ ভেদ ; তালের রস 1 today. ৭১৬ ৮ । আঘাত। প্র—“ভীষণ গৰ্জ্জনে সভার কর্ণে লাগে তালি ।”—কাশী-মহী । ৯ হাতে তাল দেওয়া। প্র—“পুনঃ পুনঃ তালি মারে হাসে খল খল।”—কাশী, মহী । ১• [ ছিদ্র বন্ধ করশার্থে ] জোড় : পাট। প্র— ছেড়া কাপড়ে তালি লাগান । তালিক (ৰু) তাল (করতল)+ইক(সম্বন্ধার্থে কিক ) ] বি, পুং, করতালি। ২। হাতের তেলো । ৩ I চপেট । ৪ । বন্ধন । ৫ মোহর করা। স্ত্রী, তালিকা। তালিকা [ আ—তালিক, (পারসীকদিগের লেখাবিশেষ ) ] বি, স্ত্রী, নির্ঘণ্ট ; ফর্দ list ; a shedule ; an inventory. তালিম ( ) ( স্থা–তাআলীম্। আ— ইল (বিদ্যা ) শব্দজ ] বি. প্রাথমিক শিক্ষা উপদেশ । ২ । তরিবত ; training. তালিমী [আ-তাআলীম্ (দ্রঃ)। ইয়াক্তন ( প্রাপ্ত হওয়া ) শব্দের ই=ঈ ] বিণ, তালিম প্রাপ্ত ; শিক্ষিত। প্র—“যদ্যপি তাহার তালিমী শিক্ষা হুইত, তবে সেই সোয়ালেই পডিত ।”— নীলদর্পণ । তালী (তাল+ঈপ, স্ত্রী ] বি, স্ত্রী, তালগাছ ২ । তাড়ী । ৩ । তালা । (২) চাবি ( হি— তাল ) । ৪ । ভুই আমল তালभूलो । ७ । छूबिक । १ । [ उांज+ ইন ( অস্ত্যর্থে)=তালিন ১ম, ১ব ] যে বাদ্য সময়ে তাল প্রদান করে ৷ ২ ৷ তাল জ্ঞানবিশিষ্ট । ৯ । তাল গাছের স্যায় আকৃতি দীর্ঘ বুক্ষ । তালু (গমন করা )+উ (করণে, উ৭, ) যাহা দ্বার শব্দ নির্গমন করে } বি, ক্লী, তেলুয়া : টাক্রা । তালুই (তাউই দ্রঃ) ভাত বা ভীর শ্বশুর। তালুক (ক্) (আ—তাত্মাণুক বি, ভূসম্পত্তি : ভূম্যধিকার ; জমিদারী ! গবর্ণমেণ্ট বা কোন জমিদারের নিকট হইতে যে ভূসম্পত্তির বন্দোবস্ত করিয়া লওয়া যায় তৎসমুদ্ৰায়ের সাধারণ নাম তালুক। খারিজ বা হুজুরী, সিকিমী বা মজকুরী ও পত্তনী ভেদে তালুক তিন শ্রেণীতে বিভক্ত । তালুকদার (তালুকদাৰু) { আ (তালুক)+ ফা—দার ] বি, জমিদার ; ভূম্যধিকারী। তালুকদারী (তালুকদারি ) {ফ ] বি, ভূম্যধিকারীর অধিকার বা স্বত্ব : জমিদারী। ২ । তালুক ভোগ । তালুজিহব (তালুজ জিভ, ) (তালু হইয়াছে জিহ্বা যাহার বহু, ইহার তালু দ্বারা জিহার কাৰ্য্য হয় বলিয় ] বি, পুং, কুষ্ঠীর ৷ ২ ৷ | তালেবর ( ) { স্থা—তালাবৃত্ব ] বিশ, ভাগ্য বান আঢ্য ; ধনাধিপতি ; ধনী। ২। মান্ত । । তাহা তাস (তাশ, ) { ছি—তাস ] ৰি, খেলিবার জন্য চিত্রিত ক্ষুদ্র ক্ষুদ্র চতুষ্কোণ কাগজ ; পায় ( পূর্ববঙ্গ ) : গল্পীক ( পারস্ত ); playing-cards. R I «4-f55 WH [f:মানসকোষ ] । ৩ । সুতার তাস ; সুত্রজড়িত কাগজখও ; তাসের মত কাগজখণ্ডে জড়ান থাকে বলিয়া তাস বলে । তাসখেলা (তাশ খ্যাল) বি, ৩২ খণ্ড চিত্রিত কাগজ লইয়া খেলা । এক একরূপ চিত্রিত এক এক থও তাসের স্বতন্ত্র নাম আছে যথা—হরতন বা হরিতন, রুহিতন, ইস্কাপন, চিড়িতন, ইত্যাদি । তাসের নানা ●ध*ांलौश cर्थलांद्र डिम्र डिग्न नांभ एश्रांtछ्, যথা—গ্রাবু বিস্তি, ইত্যাদি । তাসপিটা, পেটা ( তাস খেলিবার সময় তাসের কাগজ জোরে আঘাত করিবার মত করিয়া ফেলা হয় বলিয়া পেটা ] ক্রি, তাঁস থেলা । তাসন (তাশন ) { সং—ত্রসর (স্বত্রৰেষ্টন— হেমচন্দ] বি, জোলাদিগের দ্বারা কাপড় তৈয়ার করিবার সুতা মাজা । প্র—“রোজা নমাজ করি কেহ হৈল গোলা । তাসন করিয়া নাম বলাইল জোল ॥”—কবিক ৷ ২ ৷ মার্জন ; ঝাড়ন । তাস্কৰ্য্য ( তাশ ক্ৰোজো) তস্কর ( চোর ) + য ( ভাবে ) ] বি, ক্লী, চৌর্য্য ; তস্বরতা । তাসা (তাশা) [ আ—ত্বাসাহ ] বি, আনদ্ধ যন্ত্রবিশেষ ; ধাতুময় ভাণ্ডের মুথে চৰ্ম্ম দেওয়া বাদ্যবিশেষ : a drum. ২ । [ হি—তাস ৷ তাসের মত কাগজথও জড়ান ছবি থাকে বলিয়। ] সূত্রজড়িত কাগজখণ্ড : সুতার তাস । প্র—গুলিসুতার চেয়ে তাসার স্বতী মোটা । তাসীন (তাশানে [ তাস শব্দজ ] ক্রি, তাস নাড়ী চাড় করা । ২ । খেলিতে বসিয়া তাসের ভাজ করা বা সমস্ত তাস সংগ্ৰহ করিয়া পুৰ্ব্বক্রম ভঙ্গ করিয়া দেওয়া। * তাহ, তাহি ব্ৰজ, তাহা দ্রঃ ] স. তাহা । সে কথা ; সে বিষয় বা বস্তু । প্র—-“ক সঞে বিলসব কো কব তাহ"--বিদ্যাপতি । তাহা ( তl ) [ তদ শব্দজ । ব্রজ, তাহ, তহি । বহু বচনে, তাহারা । সম্বন্ধে, , তাহার। করণে, অধিকরণে, তাহাতে । কৰ্ম্মবাচ্যে ; তাহাকে ; তাহারে (পদ ) । সংক্ষেপে তা ] স, সেই ; তা ; সে কথা ; সে বিষয় বা বস্ত । তাহাকে (তা) [ তাহা দ্র: ] সংক্ষেপে তাকে ; পদ্যে—তাহারে ( সংক্ষেপে— তারে ) তাহtয় ( সংক্ষেপে তায় ) বg বচনে—তাহাদিগকে ( সংক্ষেপে— তাদিগে ) মধ্য বাং তাহারদিগকে ( অষ্টাদশ শতাব্দীর শেষ—উনবিংশ শতাব্দীর
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৭৪৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।