তুজু তুজুক (ক) প্রাদে । তুল—তুকী—তুজুৰু =সরঞ্জাম : আড়ম্বর ] বি, অর্জন ; তেজ প্রকাশ : দৰ্প : আস্ফালন । প্র—“দৈববল আছে কিছু ইহার সন্মুখ। নতুবা সভার মাঝে এতেক তুজুক।”—ঘনরাম। তুঝ [ ব্রজ। হি-তুৰ (তোর) তুঝে ( তোকে ) ] স. তোর। প্র—“তুঝ মুখ চাইয়ি শতযুগ ভর দুর্থ নিমিথে ভেল অবসান। লেশ হাসি তুঝ দুর করল রে সকল মান অভিমান ।”—রবি । তুড়কী (তুড়কি ) তড়া দ্রঃ ] বি, লম্ফ ঝম্প। ২। অনাচার। ৩। বিণ, তুর্থড দক্ষ : কুশল : পারগ । তুড়ন, তোড়ন (ন) [ তুড়, (অনাদর করা) ধাতুজ, সং—তুডডন শব্দের অপভ্রংশ ৰি, তিরস্কার ; ভৎসন । ২। খণ্ডন তুড়ে দেওয়া-খুব শক্ত শক্ত কপ শুনাইয় দেওয়া : তিরস্কার বা ভৎসনা করা তুড়ি, ড়ী । ধন্তায়ক শব্দ বি, অঙ্গুলিঃ ধ্বনি ; মধ্যম ও অঙ্গুষ্ঠাগুলি হইতে উৎপন্ন শব্দ। প্র—“কডিতে কি যোটে মান বড়িতে খিচুড়ি, গুড়েতে কি পাজ হয়, এক আঙুল তুড়ি।”—হেম বলে। তুড়ি দেওয়— অঙ্গুলিধ্বনি কর। তুড়ি মারা—অঙ্গুলিধ্বনি করত উপেক্ষার ভাব জানান । ২ । চালাকি বা বাহাদুরী প্রকাশ করা : ফাজলামি করা প্র—“পডেনিক উচ্চ পাঠ, অল্পে মারে তুড়ী। —ঈশ্বর গুপ্ত । তুড়িতে | তুডি ভ্র: ] ক্রিৰিণ, অঙ্গুলি শব্দে। ২ । অবলীলাক্রমে : অনায়াসে ; তুড়ি দিতে যতটুকু সময়লাগে তাঁহার মধ্যে । ৩। মুহূৰ্ত্তে অবিলম্বে ; দেখিতে দেখিতে । ৪ । ভৎসন করিতে ; তুড়ে দিতে। তুডডক (তুর্ভূডক্) (তুডড (অনার করা) +অক ( কৰ্ত্ত ) ] বিণ, ভৎসনাকারী ; তাড়নকারী। বি তুডডন। তুণ্ড (তুন্ড )। তুও (বধ করা, পীড়ন করা, ভেদ করা, পেষণ করা )+অ (কর্তৃ অচ্) যে খাদ্য দ্রব্য পেষণ করে ] বি, পুং, মুখ । "প্র—ঝলকে ঝলকে রক্ত নিকলয়ে তুণ্ডে।" —কবিকঙ্কণ । হাস্ততুও যজ্ঞকুণ্ড পুরি পূরি भूडिएश्। श्राम थाम्न अिग्न ?ाग्न यत्र श्ठी भूठिtइ ।"-य, भ ।। २ । ७छैiषन्न । ७ ।। চঞ্চু । ৪ । রাক্ষসবিশেষ শিৰ । তুণ্ডকেরী--বি. তেলাকুচা । তুণ্ডি [ তুও, তুও দেখ ]+ই (কন্তু সংজ্ঞার্থে) বি, পুং, মুখ ; আস্ত ৷ ২ ৷ চন্ধু । ৩। স্ত্রী, नांडि । ԳՀՀ তুণ্ডিল, তুন্দিল (স্) ভুক্তি (নাভি )+ ল (প্রশস্তার্থে)। তুল—হি। তোল] বিণ. বৃহৎ নাভিমুক্ত ; স্থলোদর ; ভুড়ে । তুৎ, তুত (তুত,) [ তুন্ন শব্দজ ] ৰি, বৃক্ষ বিশেষ। ২। তুংগাছ । তুতন, তুতান (তুতনো, তানে) (সং স্তুতি : পালি-থুতি, "বী তু ধুতি পাঠকে৷” —অভিধানপ্লদীপিকা : বাং-প্রাকৃ—তুতি ] ক্রি, স্তৰ করা ; প্রশংসা করা ; তুষ্ট বা রাজি করিবার জন্ত অনুনয় করা : সাধ্যসাধন কর। ২। চুপে চুপে মন্ত্রণ দান করা" ফুল্লান ; ভুলান। ৩ । (ন) বি, স্তব স্তুতি ; স্তোত্র। . তুতন পাতান, তুতান পাতান (নো) অনুনয় বিনয় করা। প্র—তাঁহাকে তুতইয়ে পাতইয়ে বল, তাহলেই সে শুনবে। पूयंशiदतः। ( र्) [ थीन । पू९ झः। তুংগাছের পাতা খায় বলিয় ] বি, রেশম পোকা : গুটীপোকা । তুতিয়া তৃেথক শব্দজ ] কি তামের মল : তুতে। তুতু করা প্রোদে। অনুকার শব্দ। তুতু শব্দ করিয়া ডাক, ঐরূপে কুকুরকে ডাকা হয়। ২ । অবজ্ঞাসূচক আহ্বান । প্র—তু করিতে মেলে হাত '—কস্তুরী। তুতুরী শব্দাত্মক বি, শৃঙ্গ যন্ত্রবিশেষ। তুথ, তুৰ্থক (তুংগ, তুংখৰু) (সং] ति, क्लौ, তুতিয়া ; sulphate of copper. ২ । পুং, অগ্নি। গ্রী, তুথা-নীলগাছ। ৩ । এললিত । তুথlঞ্জন (ভূপান্জুন্? [ তুথের অঞ্জন-৬ তৎ] বি. ক্লী, তুতিয়া নিৰ্ম্মিত কাজল। ২। ময়ূরকষ্ঠ । তুন () (হি ] বি, শাল জাতীয় পাৰ্ব্বত্য বৃক্ষবিশেষ । তুন্দ (তুন্দ ) । তুৰ্দ্ৰ ( পড়া দেওয়া ) + অ ( কর্তৃক ) ন আগম। তুল—হি–র্তো ) ডাগর পেট ; তুড়ি ] বি, প্লী. উদর ; জঠর ; পেট। স্ত্রী, তুন্দী-নাভি । ििन्त । नि ( झ: )+श् ( कं ) ] त्रि, नी, উদর ; ভুড়ি । ২। স্ত্রী, নাভি । তুন্দিল (न्) [ छून ( छैमब्र ) + ईल ( প্রশস্তার্থে) ] বিণ, স্কুলোর ; ভুড়ে । [ তুল-হি—তোদল । তুন্নবায় (য়) তুর (ছিন্নবস্থাদি) বায় (যে বয়ন করে, সেলাই করে } বি, পুং, দরজী । তুফান (তুফান) [ ], |--তুঙ্কান ] ৰি, ঝটিকা ; জোর বাতাস ; ঝড় । ২ I ঝড় বৃষ্টি : বস্তা। প্ৰ—“তুফানে পতিত কিন্তু छूमा शंक्लिवनां शंल ।”-ौनक्कू मिज ।। ७ । कtप्लद्रতরঙ্গ। ৪ । তুমুল ঝগড়া । [ তুল –হি— তুফান | stal tai fung (a great wind ) ; sħ–typhon : est-or—typhon. আধু, typhoon a whirlwind ; a violent hurri. cane which occurs in the chinees seas — II ebster. ] তুবড়ন (তুর্ডন) বি, শুষ্ক হওন কোকড়ন তুবড়ন (তুড়োনো) ক্রি তোবড়ান দ্রঃ। তুবড়ি (তুড়ি) বি, বংশবিশেষ ; হিন্মুদিগের প্রাচীন স্বিনল যন্ত্র : সাপুড়ের ইহা ব্যবহার করে। এই খণ্ডের নিম্নদেশে সচ্ছিদ্র দুইটী নল পরস্পর সমসূত্রপাতে সংযুক্ত এবং উপরিভাগে একটা তিক্ত অলাবুকোষ সংযোজিত থাকে, তাহ বায়ুকোষ । তাহার উপরিভাগে নলাকার ঈষৎ বক্র । তাহাতে একটা ছিদ্র আছে। ওই রন্ধে, ফু দিতে হয়। পৃথিবীর প্রায় সমস্ত প্রাচীন দেশে এই যন্ত্রের ব্যবহার ছিল । তিতলাউ নিৰ্ম্মিত বলিয়৷ ইহার অন্যনাম তিক্তিরী। ইহা কখন নাক দিয়া বাজান হয় এজঙ্ক ইহাকে নাসাবংশী বলে। প্রাচীন কালে ঋষিগণ তিক্ত অলাবুর স্থানে কখন কখন মৃগ চৰ্ম্মের দ্বারা ইহার বায়ুকোষ নিৰ্ম্মাণ করিতেন। তখন ইহা যুরোপীয় ব্যাগ পাইপ (lag pipe) এর মত ছিল । ইহা সাইবিরিয়ার তিত্তি (tity), পারস্যের নিঅস্বীন ( neiamhana), মিসরের প্রাচীন জুস্কার এবং আধুনিক তাগুলি (argoot ) ও জুম্মারা (zummarah) sfērātstā সমফোনিয়া হিব্রু ম্যাগ্রেস এবং ইতালীয় জামC?|ffl (zampogna ) q তুল্য ] । २ ।। [ তুবড়ী নামক বাদ্যযন্ত্রের অনুকরণে নির্মিত বলিয়া ] অগ্নিক্রীড়া-সাধক মৃন্ময় পাত্রবিশেষ মাটির খোল। উহা বারুদপূর্ণ করিয়া অগ্নিসংযোগ করিলে অভ্যন্তরস্থ বারুদ অগ্নিময় পুষ্পবৃক্ষের আকারে বেগে নির্গত হইয় শোভা ও আনন্দ উৎপাদন করে ; হিন্দিতে আনার বলে। তুবর (র) বি. পুং, কায় রস। ২ বিশ कश । ठी, छूदब्री-बाकी। cगोब्राहे দেশের মৃত্তিক ; ফটুকিরি। ৩। ধান্তবিশেষ। তুমড়া (তুড়ি) কি সাপুড়ের বাণী ঃ তুবড়ী। তুমার (র) ফ্ৰা-তুমার) বি, রাশি ; স্তপ ; স্ত,পাকার। ২। হিসাবের খাত ; দেন। পাওনার তালিকা ৷ ৩ ৷ { জমীঃ পরিঃ ] দেলা সাব্যস্ত । ৪ । প্রজার সমক্ষে মহালের আর সম্বন্ধে তদন্ত। তুমার জমী—স্থানীয় তদন্তের পর রাজস্ব নিরূপণ । তুমার (তুমার) । হি-তুহ্মার শঙ্কজ প্রাবাং—“তুহ্মার” শব্দের সরলোচ্চারণ ] স, তোমার [ গ্রাম্য—তোহার। তুহ্মার দ্রঃ ] ।
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৭৫৫
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।