তুল সমান স্বর্ণাদি দান করিতে হয়। ২। প্রাচীন প্রথায় নিৰ্ম্মিত হরিতলাদি দ্বারা মাজা হরিদ্রাবর্ণ কাগজ । তুলন (তুলন) (তুল (সাদৃষ্ঠ হওয়া )+অন ( ভাবে ) ] বি, ক্লী, পরিমাণ করণ । ২ । সদৃশ করণ। ৩। [ তুলা দ্রঃ ] উত্তোলন ; উথাপন। - তুলন (ন) [ প্রাবাং ] বি, ধান্তবিশ্যে প্র-"তুলন ধান বুনেন বিরিঞ্চি দুছরাঙ্গ" —শুন্তপুরাণ। তুলনা (তুলানা) (তুলনত্রঃ বি, স্ত্রী, উপমা ; সাদৃষ্ঠ। প্র—“কলিকালে তাহার তুলনা নাহি আর ॥”—শিবায়ন। "কেবা করে করী করে, সেউর তুলন৷”—বাসবদত্ত । २ । पूछेख । ७ । *ब्रिभां१ ।। তুলনা (তুলোনা) (তুল দ্রঃ] ক্রি, তুলিও না। তুলসারিণী (ক্রুশারিনি) বি. স্ত্রী, বাণাধার; তুণ । তুলসী (তুলশি) বিধে যাহার নিকট তুল (માતૃ ) થમ્ (નિહિ ફફેઃ) થર્જા যাহার তুলনা নাই ] বি, স্ত্রী, স্বনাম-প্রসিদ্ধ বৃক্ষ। প্র—“তুলসীর কণ্ঠী গলে লম্বি মাল৷ করতলে হাতে কাণে থরে থরে মালা ৷” —অন্নদামঙ্গল । [ তুলসীর পৌরাণিক উৎপত্তি সম্বন্ধে বিভিন্ন মত দৃষ্ট হয়। ব্ৰহ্মপুরাণ মতে— পূৰ্ব্বে ইনি রাধিকার সর্থী ছিলেন। রাধার শাপে ধৰ্ম্মধ্বজ রাজার কস্ত হইয়া মাধবীর গর্ভে জন্মগ্রহণ করেন এবং তুলসী নামে অভি ংিত হন। পরে ইনি শঙ্খচূড় নামক দৈত্যের পত্নী হন। শঙ্খচূড় কৃষ্ণ কর্তৃক নিহত হইলে ইনি সহমৃতা হন এবং কৃষ্ণের বরে ইহার কেশে তুলসীবৃক্ষের জন্ম হয়। পদ্মপুরাণ মতে— জলন্ধর নামক অথরের পত্নী ছিলেন, কালনেমিদৈত্যকস্তা বৃন্দা। জলন্ধর ইন্দ্রকে পরাস্ত করিয়া অমরাবতী দখল করিলে, ইন্দ্র শিবের শরণাপন্ন হন । শিব জলন্ধরের সহি৩ যুদ্ধে প্রবৃত্ত হইলে পতিপরায়ণ বৃন্দ পতির প্রাণ রক্ষার্থ বিষ্ণুপুজা আরম্ভ করেন, কিন্তু বিষ্ণু জলন্ধররাপে বৃণার সমীপে আগমন করিলে, পতিকে অক্ষত শরীরে আসিতে দেখিয়া, অসমাপ্ত পুজা ত্যাগ করেন। তাছাতে জলন্ধরের মৃত্যু হয়। বৃন্দা ব্যাপার বুঝিতে পারিয়া বিষ্ণুকে অভিশাপ দিতে উদ্যত হন। সতীর শাপ অকাট্য জানিয়া বিষ্ণু ভীত হইলেন এধং সাঞ্চনা বাক্যে বললেন, তুমি সহমৃতা হও, তোমার ওন্মে তুলসী, ধাত্রী, পলাশ ও অশ্বখ এই চারি প্রকার বৃক্ষ উৎপন্ন হুইবে । বিষ্ণুপুরাণে–এই বৃন্দাই বৃন্দানামে অভিহিত । ভাং হইতে তুলসীর জন্ম। তুলসীপূজা করা-তুলসী-বৃক্ষরূপিণী তুলসীদেৰীর পুঞ্জ հՀ8 করা। তুলসী দেওয়া—নারায়ণের চরণে একটি একটি করিয়া তুলসী পত্র অর্প করিয়া নারায়ণের প্রসন্নতা লাভ করা এব তাহাতে বিঘ্নবিনাশ ও অভীষ্ট লাভ হওয়া প্র—“যে কয়েক দিন পাঠশালে গিয়াছিল তার দোষ কাটাবার জন্য ঠাকুরের কাছে তুলসী দেওয়াবো।”—টেকচাদ । তুলা, তোলা (সং—তুল (উত্থানম্) ; উচ্চ —তুল (উদ্ধৰ্নয়নমূ) ধাতু হইতে । উ-পু— তুলি । ম-পু-তুল, তোল ; তুলুন তোল । প্র-পু-তুলে তোলে। অসক্রি—তুলিতে ; তুলতে : তুলিয়া, তুলি ( পদে ), তুলে। ণিজন্ত—তুলান, তোলান]ক্রি, উত্তোলন করা ; উদ্ধে উঠান ; উন্নত করা। ২। উত্থাপন করা ; প্রসঙ্গ করা । ৩ । স্মরণে আনা স্মরণ করান : মনে তোলা বা মনে করা ৷ প্ৰ— “কদলী তুলনা তায় মনেও তুলনা।”—বাসবদত্ত । ৪। শয্যা হইতে উঠান ; ঘুম ভাঙ্গান : জাগান। প্র—সে খুব ঘুমাইতেছে তাহাকে এখন তুলিও না । ৫ । উত্তেজিত করা । ৬। নবীভূত করা ; সম্বদ্ধিত করা। প্র—“তুল না ত্রিগুণ তুমি তাপিনীর তাপ।" —ঘনরাম। তুলিয়া ফেলা—উৎপাটন করা। তুলিয়া দেওয়া–উঠাইয় দেওয়া। ২ । মুছিয়া দেওয়া : লোপ করা । ৩ । প্রাচৗরাদি গাথিয় দেওয়া ; নিৰ্ম্মাণ করিয়া দেওয়া। প্র—“নানা ধনে তুলে দিল ধর্গের মণির"—ঘনরাম। তুলে ধরা–উচ্চে ধারণ করা ; উচু করিয়া ধরা : উন্নত করা । তুলে আছাড় দেওয়া–উদ্ধে উঠাইয়া সবলেনিয়ে পাতিত করা। তুলে লওয়া— কুড়াইয় লওয়া : যাহা নিমে পতিত হইয়াছে তাহাঁ উঠাইয়া লওয়া । (২) চয়ন করা। প্র— ফুল তুলে লওয়া । শোক তোলা— বিলাপ করা ; ডুকরিয়া কাদা ; ডাক ছাড়িয়া কাদা : আৰ্ত্তনাদ করা । প্র—"নগরে যতেক লোক শোক তুলি কাপে। বিষাদে ব্যাকুল বড় বুক নহি বান্ধে ॥"—ঘনরাম । তুলা [ তুল ( ওজন করা ) + অ (ভাবে ) ] আপ—স্ত্রী) বি, স্ত্রী, দেহ-পরিমাণ ধাতুর দাণ । ২। স্বর্ণ রৌপ্যের পরিমাপক পল বা ১৪o আউন্স ওজন । প্র—“ভোজরাজ ঐ কবিতা শুনিয়া অতি সস্তুষ্ট হইয়া ঐ কবিকে তুলপরিমিত মুক্ত দান করিলেন। —পুরুষপরীক্ষা । ৪ । [ করণে—অ ] যাহা দ্বারা পরিমাণ করে ; পরিমাণ দণ্ড । ৫ । সপ্তম রাগি ; ইং চিত্রনিক্ষত্রের শেষ দুই পাদ ও স্বাতী নক্ষত্র এবং বিশাখার প্রথম পাদ যোগে উৎপন্ন হয় । তুলাধারী পুরুষ ইহার অধি দেবতা । ৬। ওরাজু ; দাড়ীপাল্লা ; পিত্তী । তুলি ৭ । [ ভাবে—অ] সাদৃগু : উপমা ; তুলন। প্র—“কে বলে শারদ শশী সে মুখের তুলা । পদনখে পড়ে তার আছে কত গুলা ॥”— ভারতচন্দ্র ৷ ৮ ৷ সাম্য। ৯ । কার্পাস । তুলাকুট (টু) বি, কূট তেলকারী, যে ওজনে ঠকায় । তুলাকোটি, টী—কি স্ত্রী, পাদলিঙ্কার বিশেষ ; নুপুর [ তুলাকোটি দ্রঃ ]। ২। তুলাদণ্ডের অগ্রভাগ। ৩। অর্বুদ্ধ সংখ্যা । ৪ । পরিমাণ-বিশেষ । তুলাদণ্ড (—দনডো) তুলার পরিমাণের) দও, ৬ তৎ ] বি, পুং, পরিমাণদণ্ড : নিওঁী ; দাড়ী। তুলাদীন (৭) বি, ক্লী, স্বীয় দেহের পরি মাণানুসারে সুবর্ণদান রূপ ব্রতবিশেষ । তুলাধট (টু) তুলা—ধট (দণ্ড ) ] কি পুং, তুলাদণ্ড । তুলাধার (র) তুল*ধার (যে ধারণ করে)) বিণ, বাণিজ্যকারী । ২ । [ তুল+আধার ( যে আশ্রয় করে ) ] বি, পুং, তুলারশি । ৩ । তুলাদণ্ড । তুলাধারা (রি) (তুল-বানি (ধে ধারণ করে ) ১ম, ১ব ] বিণ, যে ব্যক্তি তুলাদণ্ড ধারণ করে বা ওজন করে । তুলাপুরুষ (, ) বি, পুং, মহাদানবিশেষ । যে দানে আপন দেহের ওজন পরিমাণ স্বর্ণাদি দান করে । তুলামান (ন) [ তুলা (তুলা ও) দ্বার মান ( পরিমাণ ) ৩ তৎ] বি, প্লী, তুলাদও ধারা পরিমাণ। চন্দ্রের তুলামান, চন্দ্র মণ্ডলের প্রাপ্তবত্তী অংশ বিশেষের পর্য্যায়ক্রমে আবির্ভাব ও তিরোভাব । তুলাযন্ত্র (তুলাজনত্র) বি, নী, পরিমাণ ধও। তুলসলি (–শালি)—ৰি, ধান্তবিশেষ। প্র— "তুলাসালি বুনেন পরভু তুলা জার গাত্র।” —শুষ্ঠপুরাণ । - তুলি, তুলা (তুল ( ওজন করা-সদৃশ করা) +ই ( সংজ্ঞার্থে) চিত্রকার্য্যে সামঞ্জস্ত, পরিমাণ, তুলনা প্রভৃতির কায্যই অধিক । আদশের অনুরূপতা, অঙ্গ প্রত্যঙ্গ অবয়বের সামঞ্জস্ত ও পরিমাণ, পরিমিত রেখাপাত, বর্ণের গাঢ়তা বা তারল্যের ওজন ঠিক রাখাই চিত্রকরের প্রধান কায্য যে যন্ত্র দ্বারা চিত্রকল্প তাহা সাধন করেন তাহার নাম তুলি ] ৰি, চিত্রকরের লেখনী। ২। তত্ত্ববায়ের তুরী। তুলি দিয়া আঁকা (প্রাদে ] অতি সুন্দর ; নিখুঁত। প্র—মেয়েটির মুখখানি যেন তুলি দিয়ে আঁকা । তুলিকা—ৰি, তুলিক ভ্ৰঃ। তুলিত তুল (ওজন করা, সদৃশ করা)+ত ( কর্পে শু ) ই আগম ) ] ৰিণ, পরিমিত ।
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৭৫৭
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।