ধৰ্ম্ম ধৰ্ম্মকীল ( ল) [ সং—ম্মুতির পরিভাষা ] ৰি, পুং, রাজশাসন । ধৰ্ম্মকুণ্ড-বি, \, কাম্যবনস্থিত তীর্থবিশেষ । ধৰ্ম্মকুণ্ড ( ধর্মোকৃৎ ) [ ধৰ্ম্ম—কু ( করা ) + ক্ষিপ ( কত্ত্ব ) ২—আগম ] বিণ. যে ধৰ্ম্মানুষ্ঠান করে। ২। বি, বিষ্ণু । ধৰ্ম্মকৃত্য (ধরমোকৃৎত ) { ধৰ্ম্ম (ধৰ্ম্মজনক ) কৃত্য ( কায্য )—কৰ্ম্মধা ] ৰি, পুং, ধৰ্ম্মামুমোদিত ক্রিয়াকৰ্ম্ম : ধৰ্ম্মসাধকের কৰ্ত্তব্যকাধ্য। ধৰ্ম্মকেতু [ ধৰ্ম্ম—কেতু (ধ্বজচিহ্ন ) যাহার, বং বি, পুং বুদ্ধৰে। - ধৰ্ম্মক্ষেত্র (ধর্মথেৎত্র ) { ধৰ্ম্মজনক যে ক্ষেত্র (স্থান; ভূমি) কৰ্ম্মধা । "ধৰ্ম্মক্ষেত্ৰং কুরুক্ষেত্ৰং” —হেমচন্দ্ৰ ] ৰি, ক্লী, কুরুক্ষেত্রের নামান্তর : কুরুক্ষেত্র ত্রঃ। ২। পুণ্যভূমি। প্র— "ধৰ্ম্মক্ষেত্র কুরুক্ষেত্রে একত্র হইয়|”—গীত ( কুমার নাখ )। ধৰ্ম্ম গ্রস্থ ( ধর্মে গ্রোনথো ) { ধৰ্ম্ম—গ্রন্থ ]ৰি, সাম্প্রদায়িক ধৰ্ম্ম মত প্রতিষ্ঠাপক বা মতবাদ সম্বন্ধীয়পুস্তক। হিন্থর ধর্মগ্রন্থ-বেদ খৃষ্টানের ধৰ্ম্মগ্রন্থ—বাইবেল ; মুসলমানের ধৰ্ম্মগ্রন্থ= কোরাণ ; বৌদ্ধ ধৰ্ম্মগ্রন্থ—ত্রিপিটক : পারসীক ধৰ্ম্মগ্রন্থ–আবেস্তা : শিখ ধৰ্ম্মগ্রন্থ —গ্রন্থসাহেব ; জৈনধৰ্ম্মগ্রন্থ—কল্পসূত্র। ধৰ্ম্মঘট (ধর্মোট) (ধৰ্ম্ম—ঘট] বি, পুং, ধৰ্ম্মার্থে ঘট বা কলসদান ব্রত : বৈশাখ মাসের প্রতিদিন সভোজ্য স্বগন্ধ জলপূর্ণ দাতব্য কলস। ২ । ধৰ্ম্মরক্ষার্থ ঘট । ৩। কোন সম্প্রদায়ভূক্ত ব্যক্তিগণের সকলে সমবেত হইয়া কোন কাৰ্য্য করা না করা সম্বন্ধে যে প্রতিজ্ঞা করে । ৪ । [ বাণিজ্যে ] শ্রমিকদিগের মধ্যে ব্যবসাদার বা মহাজনের অধীনে কোন কাৰ্য্য করা বা না করা সম্বন্ধে ধৰ্ম্মসাক্ষ্য করিয়া প্রতিজ্ঞা বন্ধন ; বেতন বৃদ্ধির জন্য ঘটস্থাপনা পূর্বক ধৰ্ম্মবন্ধনে ৰদ্ধ শ্রমিকগণের কাজ বন্ধ : strike, ধৰ্ম্মঘটরত-বি, জলপূর্ণ ঘট দান ঘটিত বধচতুষ্টয় নিম্পাদ্য ব্ৰতবিশেষ । ধৰ্ম্মচক্র-বি, বুদ্ধদেবের চারিটা উপদেশ। — ১ । সংসার নিরবচ্ছিন্ন দুঃখময় । ২। বিষয় তৃষ্ণাই দুঃখের মূল কারণ । ৩। বিষয় তৃষ্ণ সমুলে উৎপাটন করাতেই দুঃখনিবৃত্তি । ৪ । দুঃখ নিবৃত্তির অষ্টাঙ্গিক পথ আছে সেই পথ আশ্রয় করিয়া চলিলেই বাঞ্ছিত क्त्र जाँछ श्ञ, (०) नभाक पृष्ट, (२) সম্যক সংকল্প ( সংকল্প ঠিক রাখা ), (৩) সম্যক্ বাক্য (সত্য সরল প্রিয় ৰাক ), (৪) সম্যক্ কৰ্ম্মান্ত (সদাচরণ), ( ) সমা আজীৰ (সৰ্ব্বভূত অহিংসাপূর্ণ সাধু জীবিকা অবলম্বন), (৬) সম্যক ব্যারাম ( আল্প » ०९ ৮০৯ সংযম প্রভৃতি উপায়ে আত্মোৎকৰ্ষ সাধন ), ( ) সম্যক স্মৃতি ( ধারণ ঠিক রাপা), (৮) সম্যক্ সমাধি ( জীবনের সুগভীর তত্ব সকলের ধ্যান, মনন, নিদিধ্যাসন ) । ধৰ্ম্মচর্য্যা (ধর্মোচোধুজ্যা)[ধৰ্ম্ম—চধ্যা (আচরণ)] ৰি, ধৰ্ম্মাচরণ : ধৰ্ম্মানুষ্ঠান । ধৰ্ম্মচারী (ধর্মে চারি ) { ধৰ্ম্ম (কৰ্ত্তব্য কৰ্ম্ম ) চন্দ্র ( গমন করা, আচরণ করা ) +ইন। ( কৰ্ত্ত—শিন)=ধৰ্ম্মচারিন ১ম, ১ৰ ] ৰিণ, যে ধৰ্ম্ম কৰ্ম্মের অনুষ্ঠান করে : যে ধৰ্ম্মপথে চলে ; যে ধৰ্ম্মামুমোদিত জীবন যাপন করে : ধাৰ্ম্মিক। স্ত্রী, ধৰ্ম্মচারিণী—সহধৰ্ম্মিণী ৷ ২ ৷ ধৰ্ম্মশীলা ; মুচরিতা ; সাধ্বী । ধৰ্ম্মচিন্তা (ধৰ্ব্বমোচিন্তা) { ধৰ্ম্ম-চিন্তা ] ৰি, ধৰ্ম্মৰিষয়ক চিন্ত ৷ ২ ৷ সুচিস্তা ; সাধুচিন্ত । ধৰ্ম্মজ [ ধৰ্ম্ম—জন (জন্মান ) + অ ( কৰ্ত্ত—ড) ধে জন্মে ] বি, পুং, ঔরস পুত্র : ধৰ্ম্মপত্নীর গর্ভজাত পুত্র। ধৰ্ম্মজায়া ( ধর্মোজায় ) [ ধৰ্ম্ম—জায়। ( পত্নী ) I ति, ढी, ধৰ্ম্মপত্নী | প্র—“বিধির মানস স্থত দক্ষমুনি তপযুত প্রস্থতি তাহার ধৰ্ম্মজায় ।”—অন্নদামঙ্গল । ধৰ্ম্মজীবন | ধৰ্ম্ম—জীবন ] ৰি, ধাৰ্ম্মিক জীবন : সাধু জীবন : religious life. ধৰ্ম্মজীবন যাপন করা—ধৰ্ম্ম সাধনায় জীবন অতিবাহিত করা : সাধু ও ধৰ্ম্ম সঙ্গত কৰ্ম্মে দিন কাটান : ধাৰ্ম্মিকের আদর্শে কাল যাপন করা । ধৰ্ম্মজ্ঞ (ধর্মোর্গে ) { ধৰ্ম্ম—জ্ঞা (জান) + অ ( কৰ্ত্ত—ড )—যে ধৰ্ম্ম জানে } বিণ. যে ধর্মের মৰ্ম্ম জানে : ধৰ্ম্মৰিৎ : ধৰ্ম্মোপদেশক । ধৰ্ম্মজ্ঞান (ধরুমোগৃগান) [ ধৰ্ম্ম—জ্ঞান— ৬তৎ ] বি, ক্লী, ধৰ্ম্মের মৰ্ম্মবোধ : ধৰ্ম্মতত্ত্ববিষয়ক জ্ঞান। ২। স্থায়বোধ : ধৰ্ম্ম রক্ষা করা যে কৰ্ত্তব্য তাহার জ্ঞান বা বোধ | প্ৰ —তাহার ধৰ্ম্মজ্ঞান থাকলে কখনই এরূপ করিত না । ৩ । [ ধর্মের জ্ঞান আছে যাঙ্গার, বং ] বিণ, ধৰ্ম্মজ্ঞানবিশিষ্ট ; যাহার ধৰ্ম্মজ্ঞান আছে বিরল] । ধৰ্ম্মণ (ন) বি, পুং, বৃক্ষবিশেষ ৷ ২ ৷ ঢ়েমনা সাপ | ধৰ্ম্মত? ( ধর্মোতে ) [ ধৰ্ম্ম তস্] অ, ধৰ্ম্মানুসারে : ধৰ্ম্মপ্রমাণ : ধৰ্ম্মসাক্ষী করিয়া : স্বায়ত। প্র—ধৰ্ম্মতঃ শপথ করিয়া বল । ২ । ধৰ্ম্মের নিকটে : ধৰ্ম্মস্বারে । সে একাজ করিলে ধৰ্ম্মতঃ পতিত হইবে । লোকত: ধৰ্ম্মতঃ—মানুষ ও ঈশ্বরের দৃষ্টিতে ; সামাজিকভাবে ও ধৰ্ম্মানুসারে । ধৰ্ম্মতত্ত্ব (ধর্মোতৎত) [ ধৰ্ম্ম-তত্ত্ব—৬তৎ ] ৰি, ক্লী, ধর্মের গুঢ় মৰ্ম্ম · ধর্থবিজ্ঞান। ধৰ্ম্ম ধৰ্ম্মদ্রোহ ( ধরমোদ্রোহে ) [ ধৰ্ম্ম—দহ, ( বিরুদ্ধাচরণ করা ) + অ ( ভাবে, অল ) = দ্রোহ ] ৰি, ধৰ্ম্মেব প্রতিকূলতাচরণ ; স্কায়ের বিরুদ্ধাচরণ : অধৰ্ম্মাচরণ । ২ । ধৰ্ম্মবিদ্বেষ । বিণ, ধৰ্ম্মদ্রোহী । ধৰ্ম্মদ্রোহী (ধর্মদ্রোহি ) [ ধৰ্ম্ম-দহ, (বিনাশ করা)+ইন(কন্তু-শিন ) =ধৰ্ম্মদ্রোহিন ১ম, ১ব ] ৰিণ, ধৰ্ম্ম কৰ্ম্ম বিনষ্টকারী : ধৰ্ম্মদ্বেষী । ২। অধৰ্ম্মাচারী। ৩ । পুং, রাক্ষস । ধৰ্ম্মধ্বজ ( ধর্মোধ ধজ ) { ধৰ্ম্ম—ধ্বজ আছে যাহার, বহু ] বি৭, ধৰ্ম্মের চিহ্নধারক । ২ । বি, পুং, মিথিলার জনকৰংশীয় জনৈক রাজ : পরিঃ দ্রঃ । ধৰ্ম্মধবজা—ৰি, ধৰ্ম্মধ্বজ দ্রঃ : ধৰ্ম্মভাণকারী : লোক দেখানে ধাৰ্ম্মিক ৷ প্ৰ—“কোথা গেল ভাই ভজা, হিন্দু ধৰ্ম্মধ্বজ ।”—রৰি । ধৰ্ম্মধবজী ( ধরমোধোঞ্জি ) { ধর্মের ধ্বজ (চিহ্ন ) +ইন ( অস্ত্যর্থে)=ধৰ্ম্মধ্বজিন ১ম, ১ৰ ] ৰিণ, ধৰ্ম্মের বাঙ্গ-চিই-ধারক : ধৰ্ম্মভাণকারী ; ছল-ধাৰ্ম্মিক। প্র—“সেই ধৰ্ম্মধ্বজী যারা ইথে নাহি রতি"-চৈতন্যভাগৰত । ধৰ্ম্মনাশ (শ) [ ধৰ্ম্ম—নাশ, ৬ভৎ, (২) ধৰ্ম্ম নাশ হয় যাহাতে, ৰং ] বি, পুং, ধৰ্ম্মহানি । ২ । সতীত্বনাশ । ধৰ্ম্মনিষ্ঠ ধৰ্ম্মে নিষ্ঠ বাহার, বং] ৰণ যাহার ধৰ্ম্মে নিষ্ঠ বা একাগ্রত আছে : ধৰ্ম্মপরায়ণ ; ধাঞ্জিক। বি, ধৰ্ম্মনিষ্ঠা—ধর্গে একাগ্রতা , ধৰ্ম্মে আস্থা ; ধৰ্ম্ম বিষয়ে আগুরিক শ্রদ্ধা । বিণ, ধৰ্ম্মনৈঠিক। श्ौ, ধৰ্ম্মনিষ্ঠা I ধৰ্ম্মনীতি { ধৰ্ম্ম-নীতি ] বি, স্ত্রী, যে শাস্ত্রে ধৰ্ম্ম সম্বন্ধীয় কৰ্ত্তৰ্যাকৰ্ত্তব্য নিৰ্দ্ধারিত হইয়াছে । ধৰ্ম্মপতি ( পো ) বি, পুং, ৰক্ল৭ ৷ ২ ৷ যম । ৩ । উপপতি । ধৰ্ম্মপত্নী (ধর্মোপোৎনি ) { ধৰ্ম্ম (ধৰ্ম্ম হেতু) পত্নী, ৪তৎ ] বি, স্ত্রী, সহধৰ্ম্মিণী : ভাৰ্য্যা : প্রথম-পরিণত । ধৰ্ম্মপর ( র) [ ধৰ্ম্ম—পর ( প্রধান ) যাহার, ৰহ ] বিণ, ধৰ্ম্মানুরাগী : ধৰ্ম্মপরায়ণ । ধৰ্ম্মপরায়ণ ( ধৰোপরায়ন ) [ ধৰ্ম্ম-পর ( প্রধান ) আয়ন ( আশ্রয় ) যাহার, বহু ] ৰি, পুং, যে ধৰ্ম্মকে প্রধান বলিয়া আশ্রয় করে ; যে ধৰ্ম্মপথে চলে ; ধৰ্ম্মনিষ্ঠ : ধৰ্ম্মশীল : ধৰ্ম্মায়া । ধৰ্ম্মপাল (ধর্মোপাল) [ ধৰ্ম্ম—পাল (পালক) ] বিণ, যিনি ধৰ্ম্মকে রক্ষা করেন। ২। বঙ্গের পালবংশীয় স্বনামখ্যাত রাজা । ধৰ্ম্মপুত্র ( ধর্মোপুংত্রে ) । ধৰ্ম্ম (যমের ) পুত্র, ৬তৎ ] ৰি, পুং, যুধিষ্ঠির। ২। ঔরসজাত
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৮৪২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।