পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৮৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ধামা মুষ্টি, চপেটাঘাত, প্রভৃতি দ্বারা বিলক্ষণ প্রহার করা । ধাম। [ হি—ধাম । ধাম (বংশবিশেষ ) + আ ( জাভার্থে ) ] বি, বংশ বা বেত্র নিৰ্ম্মিত পাৰিশেষ ( ক্ষুদ্রার্থে ধামি ) ৷ ২ ৷ { ধামক পরিমাণ হইতে ] বহু ধামক-পরিমাণ ব। ধামা ধাম জিনিষ । ৩ । বিণ, ধামা নামক পাত্র পূর্ণ। প্র-ধাম ধামা চাউল। এক ধামা ধনে । ধাম-ধরা—ৰিণ, তোষামোদকারী : খোসামুদিয়া । প্র—“ধাম-ধর কাজে মানবসমাজে কারে কি আমরা দখল দি ।” -सां९-१ोंॉन । ধামার (র) বি, প্রহরণবিশেষ। ২। রাগিণী বিশেষ । | ধামাল (ল) ৰি, রাগিণী-বিশেষ ; ধামার। ২ । [ ধাম ( তেজ: ) + আল ( স্বার্থে ) + বীয্য ; তেজ : প্রভাব । ৩। বিণ, অশাস্ত: দুর্দান্ত । প্র—“আমার ছাওয়াল বড়ই ধামাল এ দোষ ক্ষমিবে আপনি ৷”—চৈতন্য মঙ্গল । ধামালী [ ধায়ালী—ধায়ালী-(ধাৰ—ধাবন ) +আলী (করণার্থে) প্রাদে—অনুনাসিক উচ্চারণে ব স্থলে ম ] বি, ধামালী ( দ্র: ) । দৌড় ; দ্রুত পদক্ষেপ । ২ । [ ঢঙ্গ—ঢমালী (চতুরালী): তুল—ঢাঙ্গাতি (লম্পটতা ) ] বি, ঢঙ্গ : রঙ্গ। (২) শঠতা : চতুরালী। ५iग्न (ब्रू ) [श्-िषांtबु (न२-५ांद श्रउ ) । পদ্যে । ধাওয়া দ্র: ] ক্রি, ধাবন করে : দৌডে । ২ । গমন করে ; যায় । ব্ৰজ—ধায়ন | efবাং—ধায়ন্তি—ধাবমান হয় : দৌড়ে । ২ । যায় : গমন করে । প্র—“ধৰ্ম্মের সিনানকালে জতেক তিথি মিলে ধায়ন্তি সত্তে লঘুগতি।”— শূন্তপুরাণ । ধায়লী, ধায়ালী ব্রজ । ধাৰ ধাতু হইতে ] বি, দ্রুতগতি : ত্বরিতগতি : সত্বর গমন : ধাৰাড়। প্র—“না এর ধায়লী যদি পাইল কোঙর ।”—কবিকঙ্কণ । "কালীঘাট উত্তরিল দোলার ধায়ালী।”—কবিকঙ্কণ । ধার (র) { ধূ ( ধারণ করা ) + অ ( কৰ্ম্মে— ঘঞ) ] ৰিণ, পুং, ধার ধারণকারী। প্র— কর্ণধার। ২। বি, ঋণ। প্র—“পিতা তুমি পালন করেছ পুত্র প্রায়। এবার তোমার ধার কিছু শুধিবার ॥"—ঘনরাম। ৩ । প্রাপ্তভাগ ; কিনারা ; শেষ সীমা । প্র—“লয়ে ভৰ কর্ণধারে, ক্রমে যমুনার ধারে”—দাশরথি । ৪ । অস্ত্রেব তীক্ষাংশ : তীক্ষতা ! প্র— “পডিলেভেড়ার শৃঙ্গে ভাঙ্গে হীরার ধার ”— ভারতচন্দ্র । কাটারির ধার পডিয়া গিয়াছে। ! ৫ । বুদ্ধির তীক্ষতা : প্রাথর্য্য। প্র— | | ধার থাকিলে নিশ্চয়ই এত দিনে | وللاسb °िभिग्नां लश्ठ ।। ७ । [ थांब्रां श्८ठ ] ५ांब्रl । প্র-—“কণ্ঠ হইতে রুধির উঠিছে তিনধার'— ভারতচন্দ্র ৷ ৭ ৷ সংস্রব : সম্পর্ক ! প্ৰ— সে ও-বিষয়ের কোন ধারই ধারে না । ধার করা—ঋণ গ্রহণ করা : কর্জ করা । ২ । অস্থাদি শাণিত করা :অস্ত্রে শাণ দেওয়া । ধারধোর করা [ ধোর ধারের সহচর ] দেনাপত্র কর! : ধার-কন্তর্জ কর । ধার চুকান—খ৭শোধ করা। ধার ধারা— সংস্রব রাখ ; সম্বন্ধ রাখা । ২ । অপেক্ষা রাখা । ধার না ধারা—সম্পর্ক না রাখা . উপেক্ষা করা। ধারক ( ) { ধূ ( ধারণ করা ) +অক (কর্তৃ ) ] বিণ. যে ধারণ করে ; ধারণকৰ্ত্ত । ২ । যে পুরাণ পাঠকের ভুল ধরে অর্থাৎ পাঠে অশুদ্ধি সংশোধন করে । ( ২) যে মগ্ন পাঠ করায়। প্র—তপ্রধারক।৩। ঋণগ্রাহী: অধমৰ্ণ : ধেরে । ৪ । [ পুরাণ মতে, বিশ্বকৰ্ম্ম অমৃত ধারণের জন্ত দেবগণের অংশে কলা কলা গ্রহণ করিয়া যে পাত্ৰ নিৰ্ম্মাণ করেন তাঁহাকে কলস বলে : ইহা অমৃত ধারণের জন্য নিৰ্ম্মিত বলিয়া ধারক ] বি, পুং, কলস যে ঔষধ সেবনে মলভাণ্ডে মলধারণের শক্তি হয় ; যাহাতে “পেট ধরে" : অভেদী ঔষধ । ५iद्भ१ (न्) [ भू ( ५वा )+नििष्, =षत्रि +अन (টু, ভাবে ) ] বি. ক্লী, গ্রহণ ৷ ২ ৷ হন্তে ধারণ : হস্ত দ্বারা গ্রহণ : অবলম্বন । প্র— র্তাহার হস্ত ধারণ করিয়া উপরে উঠলেন। ৩ । অঙ্গে গ্রহণ : পরিধান । প্র—বেশ ধারণ : বস্ত্র ধারণ । ৪ । উদরে গ্ৰহণ অর্থাৎ উদরস্থকরণ : সেবন । প্র—এক্ষণে তিনি একটী কবিরাজী ঔষধ ধাবণ করিতেছেন। ৫ । কণ্ঠে, বাহতে বা কটিদেশাদিতে গ্রহণ ; রক্ষণ । প্র—তিনি বাতের জন্ত একটী মাদুলী ধারণ করিয়াছেন। ৬। স্মৃতিতে গ্রহণ ; মনন । প্র—তাহার চঞ্চল মতির জন্ত কোন বিষয়ই ধারণ করিতে পারে না । ( ধারণা দ্র: ) । ৭ । সংবরণ : সংযমন । প্র-প্রস্রাবের বেগ ধারণ করিতে নাই । ৮। পাত্রে গ্রহণ : পাত্র অনতিক্রমণ। প্র—এই পাত্রটি কত জল ধারণ করিতে পারে ? ৯ । বহন । প্র—ভার বা মোট ধারণ । ১• । বিণ, গ্রাহক । ১১ । রক্ষক । [ এই দুই অর্থে প্রায়ই অন্ত শব্দের সহিত যুক্ত হইয়া পদ্যে ব্যবহৃত হয় । বাং—গদ্যে ও স্বতন্ত্রভাবে विप्रल ] । ধারণ (ধারোনা ) { +ণিচ,=ধারি+অন (ভাবে) আপ—স্ত্রী) বি, স্ত্রী, স্থিতি স্থাপনা। ২ । নিৰ্দ্ধারণ : নিশ্চয় । ৩ । স্মরণশক্তি ; a retentive memory. 8 | বুদ্ধি | 6 | ধারা আত্মাতে মনের অভিনিবেশ ; ব্ৰহ্মতত্বে মগ্ন হওন। ৬। [ যোগ শাস্ত্রে ] চিত্তবৃত্তিকে বিষয়াগুর হইতে নিবৃত্ত করিয়া নাসিকাগ্রে বা নাভিচক্রে স্থিরীকরণ : চিত্তস্থৈৰ্য্য ; চিত্তের একাগ্রতা। ৭। সংস্কার : বিশ্বাস ; ধারণা ; an impression. fitog; conclusion. †, ধারণী—নাড়ী | २ ! শ্রেণী । ৩। মন্ত্রবিশেষ । ৪ । স্থৈৰ্য্য ; একাধিক্রমে স্থিতি ; tenacity. ধরণধারণ —প্রকৃতি ধারণ : স্বভাব প্রকৃতি ; আকার প্রকার ৷ ২ ৷ পদ্ধতি ; প্রণালী । ধারণাবান (ন) ধারণা +বৎ ( অস্ত্যর্থে— बठू)=थांद्रपाद९ »भl, »व ] दि१, यांशंद्र ধারণাশক্তি আছে ; মেধাবী । ধারণীয় (ধাবনিও ) [ ধূ (ধারণ করা )+শিচ, =ধারি + অনীয় ( কৰ্ম্মে ) ] বিণ, ধারণ করিবার উপযুক্ত। ধারণীয়যন্ত্র—ৰি, কী, দেববিশেষের ধারণযোগ্য যন্ত্রবিশেষ । ধারয়িতা | ধূ+শিচ,=ধারি+তৃ ( কৰ্ত্ত— তৃঢ় ) =ধারয়িত্ব ১ম, ১ব ] ৰিণ, যে ধরে : ধারণকৰ্ত্ত : ধারক । স্ত্রী, ধারয়িত্রী— পৃথিবী : ধরণী । ২ । ধারণকত্ৰী । ধারয়িষ্ণু (ধারই ) +শিচ,=ধারি+ ইষ্ণু (কর্তৃ, শীলার্থে) ] বিণ. যে ধারণ করিয়া আছে : ধারণশীল । ধারা ধৃ +শিচ,=ধারি+অ (ভাবে) আপ, স্ত্রী। "ধারোৎকসে থড়গদগ্রে সৈন্তাগ্রে বাজিনাং গতে । জলাদিপাতে সপ্তত্যাম্"-হেমচন্দ্ৰ ] বি, জলদির পতন ; দ্রববস্তুর ক্রমাগত নিঃসরণ বা অবিচ্ছেদে ক্ষরণ : অবিরল জলস্রাব : প্রবাহ । প্র—“কিছুতেই পামে না যে মা, পোড়া এ নয়নের ধারা”—রবি । ২ । বৃষ্টি । ৩। রশ্মি বা সুত্রের আকারে সংমিলিত জলবিন্দুর পতন । ৪ । প্রস্রবণ ; নিবার : ঝরণা । ৫ । [ পঞ্চ অশ্বানাং গতিবিশেষ ধারাশব্দবাচ্যা: । “আন্ধপিতং সমান স্তাদথানাং গতিরগ্রত: । চক্ষুঃপাতন্ত চাতুৰ্য্যাদগতিস্তু ধোরিতং ভবেৎ। মণ্ডলীগমনং যং তু রেচিতং তৎ প্রচক্ষতে। বেগ বিক্ষেপ গমনং বস্গিতং সংপ্রচক্ষতে। লক্ষেন ত্বরয়, যা তু গতিস্তোৎ স তং ভবেৎ ইতি শালিহোত্র"-অমরাধ কল্পদ্রুম ] অশ্বের গতি পঞ্চক । আক্ষন্দিত গতি, ধৌরিতক গতি, রেচিত গতি, বঙ্কিত গতি, প্লত গতি ৷ ৬ ৷ শৃঙ্খলা ; ক্রম। ৭। পদ্ধতি: ব্যবস্থা : নিয়ম। প্র—“মাগো ওমা, মা বাপের কি এমনি ধারা"—রাম বসু । “ৰংশাৰলির ধারা।” ৮। আইনের পদ্ধতি। ৯ । পরিচ্ছেদ । (২) অনুচ্ছেদ • । প্রকরণ । ১১ ৷ সেনাদলের অগ্রভাগ : সৈন্তস্কন্ধ । ১২ ৷ সমুহের অবিচ্ছেদ শ্রেণী:সারি। ১৩ । অন্ত্রের