নিক অপদার্থ ; অকেজো । ৩। [ প্রাদে। নি ( নয় অর্থে )-কৰ্ম্ম ( কৰ্ম্মযুক্ত ) ] কৰ্ম্মহীন ; নিষ্কৰ্ম্ম । নিকর () নি—ন্তু (বিক্ষেপ)+অ কেৰ্ম্মে— অল্) ]বি, পুং, রাশি ; সমুহ। প্ৰ—“তাহার ভিতর শিকড় নিকর যতন করিয়া বাধে ।”— চণ্ডীদাস । নিকরবাকী ( র) { জনী: পরি: ) বি, বাকীপড়া করের সমষ্টি । নিকরুণ (নিকোরুন [নি (নয় )—করণ ] বিণ, নির্দয় ; অকরুণ ; করুণাহীন। প্র— "বিদ্যাপতি ভণমাধব নিকরু৭”—বিদ্যাপতি । "নিকরুণ কান কোন সমুঝায়ব”—গোবিন্দাস। নিকর্ষণ (ন) [ নি (ন) কর্ষণ (হল দ্বারা তুমি কর্ষণ ) ] বি, কী, নগরস্থ বা নগর সন্নিহিত অকৰ্ষিত ভূমি। ২। নগর সন্নিহিত ক্রীড়াভূমি। নিকলন (ন) [ হি–নিকলন হইতে ] বি, নির্গত হওন ; বাহিব হওন। প্র—“শুলহাতে রহে বীর শিবের সম্মুখে। নয়নে নিকলে অগ্নি ঝলকে ঝলকে ॥”—কবিকঙ্কণ । নিকলয়ে [ হি—নিকল+আৰ্বে-নিকলায়ে ] ক্রি, বাহির হয়। প্র—“ঝলকে ঝলকে রক্ত নিকলয়ে তুণ্ডে”—কবিকঙ্কণ । ণিজন্ত রূপ, নিকালয়ে—বাহির করায় । নিকশত [ ব্রজ। হি–নিক্সান ] ক্রি, বাহির হয়। ২। শ্বলিত হয়। প্র—“নিরথিতে নিয়ড়ে নিতস্বিনী নিচোল নিকশত নীবি নীবিবন্ধ ৷”— বিদ্যাপতি । নিকষ,—স (শ ) { নি—কধ —ক (কর্ষণ করা)+অ (অধি—অল) যাহাতে সুবর্ণাদি ধাতু কর্ষণ করে ] বি, পুং, কষ্টিপাথর : শান। ২ । কষ্টিপাথরে স্বর্ণাদি ঘধণ-চিহ্ন । ৩ । পিধান ; অসিকোষ। প্র—"নিকষে যথা আসি, আবরিব মায়াজালে আমি দোহে।”—মেঘনাদ । [এ: —মাইকেল কোষ অর্থে নিকষ শব্দের প্রয়োগ করিয়া গিয়াছেন । ইহা তাহারই উদ্ভাৰিত । নি ( নিহিত ) কধ ( কোষ )—কোষ নিহিত এবং নিকষে যথা অসি=কোষনিহিত অসিবৎ এইরূপ ভাব হইতে এই শব্দের উৎপত্তি সম্ভব ] । নিকষণ (ন) { নি (সম্যক্ ) কষণ (কর্ষণ )] বি, ক্লী, কষ্টিপাথরে কষণ : ধৰ্মণ । খনন : বিলেথন । নিকষা—বি, স্ত্রী, হমালি রাক্ষস দুহিতা ; বিশ্ৰবামুনি-পত্নী ; রাবণ, কুম্ভকৰ্ণ বিভীষণ, সুর্পনখার জননী । নিকষাত্মজ (নিকষাৎউজ ) { নিকষার আত্মজ ( পুত্র ) ] ৰি, পুং, নিকৰানন্দন ; রাবণাদি । স্ত্রী, নিকষাত্মজী—স্বৰ্পনখা । নিকষোপল (ল) [ নিকষ+উপল (প্রস্তর) सिँ, *, কষ্টিপাথর ; শান । २ । । b-0. S নিকসান (নিৰুশানো ) { হি-নিক্সানা। ব্ৰজ ] ক্রি, বাহির হওয়া । প্র—"বচন না নিকসয়ে চমকিত চিত।”—বিদ্যাপতি। নিকসউ-ক্রি, নির্গত হউক ; বাহির হউক ৷ প্ৰ—“শুনইতে নিকসউ কঠিন পরাণ ।”—বিদ্যাপতি । নিকসব-বাহির হইবে। প্র—“জীব নিকসব যব রাখব কোই।”—বিদ্যাপতি । নিকসয়, নিকসয়ে—বহির্গত হয়। প্র—“বচন না নিকসয়ে চমকিত চিত "—বিদ্যাপতি । নিকসল । —বাহির হইল। প্র—“পুন দুইজন মণির সঞে নিকসল জটিল সনে কহে ভার্থী ।” —বিদ্যাপতি । নিকা [আ—ণিকাহ, । গ্রা-নিকে] বি, মুসলমানজাতীয় বিবাহ-পদ্ধতিবিশেষ ; মুসলমান শাস্ত্রমতে বিধবা বিবাহ । প্র—"বলিল অনেক মিয় আপন তরফ গিয়া কেহ নিকা কেহ করে বিয়া ।”—কবিকঙ্কণ । “আর দেথ নারীর থসম মরি যায় । নিকা নাহি দিয়া রীড় করি রাথে তায় ॥"—অন্নদামঙ্গল | নিকান ( নো ) [ রূপান্তরে—নিকল, নিঝুন । সং–নিজ, (নিৰ্ম্মলীকরণে ) ধাতু হইতে । উ-পু—নিকাই । ম-পু-নিকাও । প্র-পু— নিকায় । অস-ক্রি-নিকাইতে : নিকাইয়া ; নিকাইয়ে ] ক্রি, ভূমি বা প্রাচীরদি মূৰ্ত্তিক। গোময়াদি দ্বারা লেপন করা । নিকাম ( মূ) [ নি ( নাই) কাম ( কাজ ) ] বিণ, কৰ্ম্মহীন : নিষ্কৃম্ম ৷ ২ ৷ অকৰ্ম্মণ্য । নিকার ( ) { সং ] বি, তিরস্কার। ২ । অনিষ্ট । ৩ । অবমাননা । ৪ । খোয়ার : লাঞ্ছনা । ৫। শস্তোৎক্ষেপণ [ বিরলু ] । নিকারী, নিকিরী { কাবারি দ্রঃ ] বি, মুসলমানের শ্রেণীভেদ ; মুসলমান মৎস্তব্যবসায়ী ; কাবারি । নিকাশ ( , ) { নি—কশ, ( দীপ্তি ) + অ ( ভাবে-ঘঞ, ) ] বি, পুং, প্রকাশ । ২ । , বিনাশ : বধ । - ! প্র—"দিলীর থাকে পথিমধ্যে নিকাশ করিতে হইবে।”—রাজসিংহ (বঙ্কিম) । ' ৩। পরিশোধ। ৪ । হিসাব পত্র বুঝাইয় দেওয়া। প্র—"নিকাশ তাহার গোজা ।” --ভারতচন্দ্র । "এবার জমায় শূন্ত খরচ , ভারি। আমার নিকাশ দেওয়া হল ভারি ॥" | —বাং-গান ৷ ৫ ৷ নিৰ্দ্ধারণ । ৬ । শেষ । প্র—ক্রমাগতই চলেছে তাহার আর নিকাশ নাই। ৭ । আর দাড়াইতে নাপারে এমন অবস্থায় ফেলা ; আকর্পণ্য করিয়া ফেলা ৷ ৮ ৷ { নিষ্কাশ হইতে ] বি, নিষ্কাশন : নির্গম । নিকাশি ( নিৰাশ ভ্রঃ বি, নিকাশ ; চুক্তি । প্র—“হার মেনে গেছি আমি ক'রে নিকাশি।" -अटलांकसज्झ् ।। २ । बश्र्शिमन ; निर्शम । নিকো ৩ । বিণ, নিৰ্দ্ধারণ । ৪ । ৰিণ, নিকাশ করা হইয়াছে । নিকাশিপোতা—বি, জমাদারী সেরেস্তার কৰ্ম্মচারীরা হিসাব নিকাস দিবার সময়ে যাহা দেন । নিকাস (শ, ) নিকাশ দ্রঃ। নিক, নির্থী { শিক্ষা শব্দজ ] ৰি, উকুণ জাতীয় কেশকীটবিশেষ । নিকুঞ্চক ( ) বি, পুং, পরিমাণবিশেষ ; কুডৰ পরিমাণের চতুর্থাংশ । ২। জলবেতসু । নিকুঞ্জ সিং]বি, পুং, প্লী, লতাগৃহ উদ্যান লতামণ্ডিত স্থান । নিকুন (নো ) { নিকান ঐ:] ক্রি, পরিষ্কার করা । নিকুম্ভ-বি, পুং, কুম্ভকর্ণের পুত্র। ২। শিবালুচরবিশেষ । ৩। দস্তিক বৃক্ষ। স্ত্রী, নিকুম্ভী—ষ্ণুপ্তকর্ণের কষ্ঠ । নিকুস্তিলা—বি, স্ত্রী, লঙ্কার উপবন ; সহস্ৰ যুপ বা যজ্ঞীয় পশুবন্ধন কাষ্ঠ শোভিত লঙ্কার যজ্ঞক্ষেত্র ও দেবালয় । প্র—“আগে পূজ ইষ্টদেবে নিকুম্ভিলা যজ্ঞ সাঙ্গ কর বীরমণি ।” —মেঘনাদবধ ৷ ২ ৷ দেবীবিশেষ । ইনি রাক্ষসদিগের কুলদেবতা । প্র—“মুরা-মাংস পেয়ে আজ হয়ে তুষ্ট মন দেবী নিকুস্তিল পাশে করিব নৰ্ত্তন ॥"—বাং-রামায়ণ ( রাঞ্জ ) । নিকৃত । নিকার দ্রঃ । পি-কৃ+ত ( কৰ্ম্মে— ক্ত ) ] বিণ, তিরস্কৃত : অবমানিত ৷ ২ ৷ নিগৃহীত। ৩ । পরাজিত । ৪। প্রকাশিত । ৫ । অপকৃত । ৬ বঞ্চক ; নীচ । বি, নিকৃতি । নিকুত্ত (নি-কৃ৩, ( ছেদন করা )+৩ (কৰ্ম্মে— ক্ত ) ] বিণ, কপ্তিত ; ছিন্ন ; ছেদিত ৷ ২ ৷ খণ্ডিত । নিকৃন্তন (ন) সং—ণিকৃত্ত ] বিণ, ছিন্নকারী। ২ । বি গণ্ডন। স্ত্রী, নিকুস্তিনা। প্ৰ— "মহিষমৰ্দ্দিনি ; দুর্গ বিধাতিনি রক্তবীজ নিকৃস্তিনি।”—অন্নদামঙ্গল । নিকৃষ্ট নি—কৃষ্ণ, (কৰ্ষণ করা—অৰজ্ঞা করা) +৩ (কৰ্ম্মে—ক্ত )] বিণ, জর্যন্ত ; নীচ ; অপকৃষ্ট ৷ ২ ৷ অকৃষ্ট ; যাহা কৰ্ষণ করা হয় নাই। প্র, অ ]। নিকৃষ্টপ্রবৃত্তি— লিপা, জিঘাংসা, বুভুক্ষl, কাম, অপত্যস্নেহ প্রভৃতি কেবল আত্মরক্ষার জন্ত এবং পরিজন পোষণের বৃত্তি সমূহ। ২। নীচ বৃত্তি । নিকেতন (ন) ৰি, ক্লী, স্থান ; গৃহ ; আলয়। প্র—“ধন জন যৌবন নগর নিকেতন। পদাতি বারণ বাজী রত্ব সিংহাসন ॥”—কবিকঙ্কণ । নিকেচন (ন) বি, ক্লী, সঙ্কোচন । यांश्ॉब्र
পাতা:বাঙ্গালা ভাষার অভিধান (প্রথম সংস্করণ).djvu/৮৮৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।