পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বসুনের মেয়ে কুরিয়া বলিতে লাগিলেন, মা, ভাল কথাই বলেছিলুম। মঙ্গলবারের বারবেলায় মেয়েট ছাগল-দড়ি ਦ੍ਰਿਸ਼ ফেললে, তাই বললুম, আহা, কে এমন করে পথের ওপর ছাগল বাধলে গা ? তাই না শুনতে পেয়ে ছলে-ছুড়িটা ছুটে এসে বাছার মুখের ওপর আঁচল ঘুরিয়ে মারলে ! বলে, ঠাকুরমশায়ের জায়গায় ছাগল বেঁধেচি, তুমি বলবার কে? তাই মা, তোমার মেয়েকে ডেকে শুধু এই কথাটি বলেচি, দিদি, এই যে অ-বেলায় মেয়েটার নাইতে হবে, বারবেলায় ছাগলদড়ি ডিঙিয়ে ফেললে—তা তোমার বাবা যদি এদের ছলে-পাড়া থেকে তুলে এনে বসিয়েই থাকে ত দিদি, ছাগল-টাগলগুলো একটু দেখেশুনে বাধতে বলে দিস্—ছোট-জেতের আচার-বিচারের জ্ঞানগম্যি ত vলক্ট-নইলে চাটুয্যেদাদা, বুড়োমানুষ, এই পথেই ত আসা-যাওয়া করে—মাড়-মাড়ি করে আবার রেগে-টেগে উঠবে—ম, এই ! এতেই তোমার মেয়ে আমায় মারতে যা বাকি রেখেচে । বলে, যা য, তোর চাটুয্যেদাদাকে ডেকে আন গৈ । তার মত বড়লোক আমি ঢের দেখেচি। তার বাপের জায়গায় যখন হাড়ি-ফুলে প্রজা যসাবে, তখন যেন সে শাসন করতে আসে । আচ্ছা, তুমিই বল দিকি মা, এইগুলো কি মেয়ের কথা ? জগদ্ধাত্রী অগ্নিমূৰ্ত্তি হইয়া কহিলেন, বলেচিস্ এই-সব ? সন্ধ্য।এতক্ষণ পৰ্য্যস্ত নিৰ্ব্বাক্-বিস্ময়ে রাসমণির মুখের প্রতি চাহিয়াছিল, মায়ের কণ্ঠস্বরে চকিত হইয়৷ ঘাড় ফিরাইয়া শুধু বলিল, না। বলিস্নি, তবে কি মাসি মিছে কথা কইচে ? বল মা, তাই একবার তোর মেয়েকে বল । সন্ধ্য মুহূৰ্ত্তকাল মৌন থাকিয়া মায়ের প্রশ্নের উত্তর দিল, জানিনে মা, কার কথা মিছে ; কিন্তু তোমার আপনার মেয়ের চেয়ে এই পাতানো-মাসিকেই যদি বেশি চিনে থাকো ত না হয় তাই ।