পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামুণে মেখে כ\ e צ সন্ধ্যা চকিত হুইয়া কহিল, কেন ? তুমি সঙ্গে না গেলে আমি দাড়াব কোথায় ? আমি বঁচিব কি করে ? এই আকুল প্রশ্নের জবাবটা অরুণ হঠাৎ খুজিয়া পাইল না ; তার পরে অত্যন্ত ধীরে ধীরে রলিল, আজ আমাকে ক্ষমা কব সন্ধ্যা—আমাকে একটু ভাবতে দাও। ভাবতে ? এই বলিয়। সন্ধ্যা অবাক হইয়া একদৃষ্টে অঞ্চণের প্রতি চাহিয়া বোধ করি বা অন্ধকারে যতদূর দেখা যায় তাঙ্গাৰ মুখখানাই দেখিবার চেষ্টা করিতে লাগিল, তার পরে একটা গভী নিশ্বাস ত্যাগ করিয়া ধীরে ধীরে উঠিয়া দাড়াইয়া বলিল, আচ্ছা ভাব। একটু নয়, বোধ হয় ভাববার সময় আজীবনষ্ট পাবে। এতদিন আমিং ভবেচি । –দিন-রাত ভেবেচি। যখন নিজের কাছে তামাকে খুব থেষ্ট করে দেখতে আমার বাধেনি, তখন এই কথাই ভেবেচি । আঙ আবার তোমাদের ভাববার সময় এলো। আচ্ছ, চললুম, ব লয় সঙঠিয়া দাড়াইতেই তাহার অঙ্গের সুদীর্ঘ অঞ্চল স্খলিত হইয়া নীচে পড়িয়া গেল। তুলিয়া লইয়া ধীরে ধীরে যথাস্থানে স্থাপিত করিতে গিয়া এতক্ষণে তাতার নিজের প্রতি দৃষ্টি পড়িল। অকস্মাৎ শি: মি: উঠিয়া কহিল, ভগবান ! এই রাঙা চেলি, এই গায়ের গছনা, এই আমার কপালের কনে-চন্দন—এ-সব পরবার সময়ে এ-কথা কে বেছিল । বলিতে গিয়া তাহার কণ্ঠ ভাঙ্গিয়া আসিল; সেই ভাঙ্গা-গলায় বলিল, আমি বিদায় হ’লাম অরুণদা। :fলয়; আর একবার পণাম করিয়া নীরবে বাহির হইয়া গেল । অরুণ নিশ্চল হইয়া দাড়াইয়া রহিল, কিন্তু দৃষ্টির বাহিরে সন্ধ্যা অন্তষ্ঠিত হইতেই হঠাৎ যেন তাহার চমক ভাঙ্গিয়া গল—ব্যগ্র আকুলকণ্ঠে চাকরটাকে বার বার ডাক দিয়া বলিতে লাগিল, শিব, যা যা, সঙ্গে যা ! বলিতে বলিতে সে নিজেই ছুটিয়া তাহার অনুসরণ করিল।