পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: श ] বঁ হাতে প্রদীপ লইয়া প্রিয় মুখুয্যে কি কয়েকটা বস্তু বাক্স হইতে বাছিয়া বাছিয়া একটুকরা কাপড়ে রাখিতেছিলেন, হঠাৎ পিছনে ডাক শুনিল, বাবা - কাজটা প্রিয় গোপনেষ্ট করিতেছিলেন, শশব্যস্তে হাতের প্রদীপট রাখিয়া দিয়া দাড়াইয়া উঠিয়া সাড়া দিলেন, কে সন্ধ্যা ? এই যে মা, যাই চল—আর দেরী হবে না— সন্ধ্যা কষ্টে অশ্রু-সংবরণ করিয়া কহিল, কি করছিলে বাবা ? প্রিয় থতমত খাষ্টয়া বলিলেন, আমি ? কই না, কিছুই ত নয় মা। সেই বস্ত্রখণ্ডটা দেখাইয়া সন্ধ্যা জিজ্ঞাসা করিল, ওতে কি বাবা ? কি রাখছিলে * ---- একু পড়িয়া প্রিয় অত্যন্ত লজ্জিত হইয়া উঠিলেন ; কতকটা ச்ே সুবে কহিলেন, গোটা-কতক—বেশি নয় মা, রেমিডি সঙ্গে নিচ্ছিলাম--আর ঐ মেটিরিয়া মেডিকাখানা—বড়টা নয়—ছোটটা —ছি ড়ে-খুড়েও গেছে—অচেনা জায়গা—যা হোক একটু প্রাকৃটিস্ করতে হবে ত ? তাই ভাবলাম-- ম! কি তামাকে এটুকুও দিতে চায় না বাবা ? প্রিয় অনিশ্চিতভাবে মাথা নাড়িয়া কি যে জানাইলেন, ঠিক বুঝ! গেল না । তুমি কোথায় প্র্যাকটিস করবে বাবা ? বৃন্দাবনে। সেখানে কত যাত্রী যায়-আসে—তাদের ওষুধ দিলে কি মাসে চার-পাচ টাকাও পাবো ন সন্ধ্যে ? তা হলেই ত আমার বেশ চলে যাবে ।