et বামুনের মেখে খুব পাব বাবা, তুমি আরও ঢের বেশি পাবে। কিন্তু সখানে ত তুমি কাকৈ জানো না ? পরশু শেষ-রাত্রে ঠাকুরমা যখন কাশী চলে গেলেন তুমি কেন তার সঙ্গে গেলে না বাবা ? মার সঙ্গে ? কাশীতে ? না মা । আর আমি কাউকে জড়াতে চাটনে। আমার জন্যে তোমরা অনেক দুঃখ পেলে, আর আমি কাউকে হুঃ দেবো না । যতদিন বঁাচব ঐ অচেনা জায়গায় একলাই থাকব । সন্ধ্যা,ভিার বুকের কাছে সরিয়া আসিয়া ঠাতার গত দুটি নিজের হাভে মধ্যে লইয়া বলিল, কিন্তু আমি ত তোমাকে একলা থাকতে দেবে না বাবা, আমি যে তামার সঙ্গে যাবো । প্রিয় ধীরে ধীরে নিজের হাতটা ছাড়াইয়া লক্টয়া কথাব岑” উপর রাখিয়াগসিয়া কহিলেন, দূর পাগলি, সে ক\ন পদ্ধ আমার সঙ্গে কোথায় যাবি মা---তোমার মায়ের কাছে ੇ থfশকা, সেও অনেক দুঃখ পলে ; আর আমার নাম সরে যার ওষুধ চাইতে আসবে তারে ওষুধ দিয়ে । আর দ্যাখ, সন্ধ্যা, আণার ব:গুলো যদি তোর মা দেয় ত বিপিনটাকে দিয়ে স্ ি। সে- বচপা গরীব, বষ্ট কিনতে পরে না বলেই কিছু শিখতে পারে না। সন্ধ্যা মা নাড়িয়া বলিল, না বাবা, আমি তোমার সঙ্গে যাবোই। এই দেখো না আমার পরণের কাপড়-দুটি আমি গামছায় বেঁধে নিয়েচি ; এই বলিয়া সে অঞ্চলের ভিতর হইত্তে একটি ছোট পুটুলি বাহির হরিয়া দেখাইল । প্রিয় কোনদিনই বেশি প্রতিবাদ করিতে পারেন না, তিনি রাক্তি হইয়া বলিলেন, আচ্ছ, চল ; কিন্তু তোর ম য বডড দুঃখ পাবে সন্ধ্য | - কাল கூல், সমাজের ষোল-জানার সম্মুখে পিতার উৎকট
পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।