পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

> ইiমূrলর মেয়ে বাচিনে। চক্কোত্তিই হ, আর যাই হু, বামুনের ছেলে স্থা বটে ! দেশে কি চাষী ছিল না ? এখন তুই কি যাবি হাল-গরু নিয়ে মাঠে মাঠে লাঙ্গল দিতে ! মরণ আর কি ! র্তাহার কণ্ঠস্বরের তীব্র সৌরভ ক্রমে ব্যাপ্ত হইণর উপক্রম করিতেছে, গন্ধ পাইয়া পাছে পাড়ার সমজদার মধমক্ষর দল জুটিয়৷ যায়, এই ভয়ে জগদ্ধাত্রী আস্তে আস্তে বলিলেন, কিন্তু দ ডুয়ে দাড়িয়ে কেন মাসি, একটু ভেতরে গিয়ে বসবে চল ন ? BS BSBBB BBS BB BBB BS BBYSD B BBBB নাইয়ে-ধুইয়ে ঘরে তুলতে হবে : জ্বলে ছুড়িটা বৃঝি পালিয়েচে - হঁ। ঠাকুম, তোমরা যখন কথা কছিলে ; কিন্তু স অ1শj., ছোয়নি— ফের নেই’ কচ্ছিস হারামজাদী ; কিন্তু জগে, ব্যাগস্থা করি বাছ, পাড়ার ভেতর আর হাড়ি-তুলে ঢোকাস্নি। জামাই: বলিস । বলব বই-কি মাসি, আমি কালই ওদের দূর করে নবো । আt : থাকলে ত আমাদেরই পুকুর-ঘাট সরবে, ওদের জ্বল্প ম:ড মাডি করে আমাদেরষ্ট ত হাটতে হ ব । তবে, তাই বল না মা । তা হলে কি আর জাত জন্ম থাকবে? আমি ত সেই কথাই বলছিলুম, কিন্তু আজকালকপি মেয়েছেলের নাকি কিছু মানতে চায় ? তাই ত চাটুযোদাদা সেদিন শুন অ্যাক হয়ে বললেন, রাস্তু, আমাদের জগদ্ধাত্রীর মেয়েটাকে . কি তার বঃপ লেখাপড় শিখুচ্চে ? তারা করচে কি ! মানা করে । --মানা কয়ে দে-—মেয়েছেলে লেখাপড়া শিখলে যে একেবারে গে!লয়ে যাবে : জগদ্ধাত্রীর ভয়ের পরিসীমা রহিল না। কঙ্গিলেন, চাটুয্যেমীমা বুঝি বলছিলেন ? বলবে না ? সে হ’লে৷ সমাজের মাথা, গায়ের একটা জমিদার }