বামুনের মেয়ে ૪૨ দেওয়া ভাল নয়। কথাটা টি টি হয়ে গেলে মেয়ের পাত্তর পাওয়া ভার হবে বাছা! নে না খেদি, চল না! পরের কঙ্গ পেলে তুই যে আর নড়তে চাস্নে দেখি । বকিতে বকিতে নাতিনীকে অগ্রবর্তী করিয়া বাসমণি প্রস্থান করিতেছিলেন, জগদ্ধাত্রী শঙ্কিত বিরস-মুখে কিছুক্ষণ সেইদিকে চাহিয়৷ থাকিয়৷ হঠাৎ যেন তাহার চমক ভাঙ্গিয় গেল কহিলেন, ওমা খেদি, একটু দাড়া দিকি বাছ। ক্ষেত থেকে কাল একঝুড়ি নতুন মুক্তকেশী বেগুন, আর একটা কচি নাউ এসেছিল, তার গোটা-কতক tার নাউয়ের একফালি সঙ্গে নিয়ে যা দিকি মা—আমি চট করে *qনে দিই। এই বলিয়া তিনি দ্রুতপদে বাটীর দিকে যাইতেছিলেন, রাসমণি পুলকিত-বিস্ময়ে বলিয়া উঠিলেন, ওম, বেগুন বুঝি এরি মধ্যে উঠলো ? বলিয়াই কণ্ঠস্বর একমুহূৰ্ত্তে খাটাে করিয়া নাতিনীকে কহিলেন, ওলো খেদি, মুখপোড়া মেয়ে ! ঠটোর মত দাড়িয়ে রইলি, সঙ্গে সঙ্গে যা না ! এবং পরক্ষণেষ্ঠ তাহাকে পিছন হইতে ডাকিয় কহিলেন, ছুটে আসিস, খেদি--আমি ততক্ষণ একটু এংগাই । [ সম্মুখের একটা দাওয়ায় বসিয়া সন্ধ্যানিবিষ্টচিত্তে সেলাই করিতেছিল, জগদ্ধাত্রী আহ্নিক সারিয়া পূজার ঘর হইতে বাহির হইয়া আসিয়া ক্ষণকাল কন্যার প্রতি একদৃষ্টে চাহিয়া থাকিয়া বলিলেন, সকাল থেকে কি অত সেলাই হচ্ছে সন্ধ্যে, বেলা যে দুপুর বেজে
পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।