পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামুনের মেয়ে >v দেখব--কে? কে ? কে উকি মারচ ঠে ? চলে এসে না নামে গারে রামময় যে ? খোড়াচ্চো কেন বল দিকি ? कि র্তাহার সাদর আহবানে ও কলকণ্ঠে একজন চাষ - গাছের মধ্যবয়সী লোক উঠানে আসিয়া দাড়াইল এবং একাক্ষ নিস্পৃহ-স্বরে কহিল, আজ্ঞে না, ও কিছু না— কিছু না ? বিলক্ষণ ! দিব্যি খৈাড়াচ্চো যে আঃ—তেল মাখানোটা একটু রাখ না সন্ধ্যে ! কিছু না ? স্পষ্ট আরনিক কেস্ দেখতে পাচ্ছি—ন না, তামাসা নয় রামময়, কৈ দেখি পা-টা ? পা দেখানোর প্রস্তাবে রামময় একটিবার করুণ-চক্ষে সন্ধ্যার মুখের পানে কটাক্ষে চাহিয়া বলিল, আজ্ঞে ই, এই পা-টা একটু মুচকে কাল পড়ে গিয়েছিলুম। প্রিয়বাৰু কস্তার প্রতি দৃষ্টিপাত করিয়া একটু হাস্ত করিয়া কহিলেন, দেখলি ত সন্ধ্যে, দেখেই বলেচি কি না আরনিক!! আমরা দেখলেই যে বুঝতে পারি। হু, পড়লে কি করে ? আজ্ঞে, ঐ যে বললুম, পা মুচড়ে । দরজার পাশেই একটা জল যাবার ছোট নর্দমার ওপর থেকে ছেলেগুলো তক্তাখী সরিয়ে ফেলেছিল, অন্যমনস্ক হয়ে— অন্যমনস্ক ? এ্যাগনস্—এপিস্ ?—সন্ধ্যে, মা, মনে রাখবে স্বভাবটাই আসল জিনিস। মহাত্মা হেরিং বলেচেন-হু, অন্তমনস্ক হয়ে—ভার পর ? - যাই পা বাড়াবো অমনি হুমড়ে পড়ে— থামো, থামো। এই যে বললে মুচড়ে ? মোচড়ানো আক. দোমড়ানো এক নয় রাম। আঙ্গে, না। তা ঐ পা মুচড়েই পড়ে গেলুম বটে।