ৰামুনের মেয়ে રbr গোলক মুখখন ঈষৎ প্রফুল্ল করিয়া বলিন, করলেই বা ভামাসা ছোটগিল্পী । সম্পর্কটাই যে হাসি-তামাসার । জ্ঞানদা হঠাৎ একটু হাসিয়া ফেলিয়া তৎক্ষণাৎ গম্ভীর হইয়৷ বলিল, না, তা হবে না, আপনি চিরকাল নাম ধরে ডেকেচেন—তাই জাকবেন । গোলক কহিলেন, আচ্ছ। আচ্ছা, তাই হবে। বলিয়া, দেখিতে দেখিতে র্তাহার শুশ্রু-গুম্ফহীন মুখখানি বিষাদে অচ্ছন্ন হইয়া উঠিল। ধীরে ধীরে একটা উচ্ছ্বসিত নিশ্বাস চাপিয়া ফেলিয়া কতকটা যেন নিজের মনে বলিতে লাগিলেন, বুকের মধ্যে দিবারাত্রি হু হু করে জ্বলে যাচ্ছে,—হায় রে! আমার আবার হাসি, আমার আবার তামাসা । তবে মাঝে মাঝে–তা যাক, নাই বললুম—কেউ অসন্তোষ হয়, জীবনে যা করিনি, আজই কি তা করব ? বিষয় বিষ । সংসার বিষ । কবে তোমার শ্রীচরণে একটু আশ্রয় পাবো। মধুসূদন । জ্ঞানদা ছল ছল চক্ষে নীরবে চাহিয়া রহিল। গোলক বলিন্তে লাগিলেন, আবার জ্বালার ওপর জ্বালা, এর ওপর দিনরাত ঘটকের উৎপাত ! তারা সবাই জানে, লুকোতে পারিনে, বলি—কথা তোমাদের মানি, কুলীনের কুল কুলীনকেই রাখতে হয় এও জানি ; আবার শোকে-তাপে অকালে অসময়ে চুলগুলো পেকেচে তাও সত্যি, কিন্তু তবু ত পাকা চুল ! এ নিয়ে আবার বিবাহ করা, আবার একটা বন্ধন ঘাড়ে করা সাজে, না মানায় ? তুমি বল না ছোটগিন্নী ? জ্ঞানদা শুষ্ক একটুখানি হাসিয়া কহিল, বেশ ত, করুন না একটি | বিয়ে । f গোলক কহিলেন, ক্ষা পা না পাগল ? আবার বিয়ে ! লক্ষ্ম. মত তুমি যার ঘরে আছে—যতই বল না, অনাথ বোনপোটা{ে
পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩২
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।