বামুনের মেয়ে (t 8 স্নান করবেন। তুমি তাদের স্থান দাও অরুণদা—তাদের কিছু নেই —তারা একেবারে নিরাশ্রয় ! অরুণ কহিল, বেশ, কোথায় স্থান দেবো ? সন্ধ্যা বলিল, তা আমি জানিনে—যেখানে হোক। তুমি ছাড়া আর আমি কাকে গিয়ে বলব ? অরুণ একটু ভাবিয়া বলিল, আমার উড়ে মালটা বাড়ী চলে cशरश्-छब्र ঘরটাতে কি তারা থাকতে পারবে ? না হয় একটুআধটু সারিয়ে দেবো। সন্ধ্য মুখ তুলিয়া কথা কহিতে পারিল না, কেবল অধোমুখে মাথা নাড়িয়া তাহার সম্মতি জানাইল । অরুণ কহিল, তা হলে তাদের পাঠিয়ে দাও গে। মালীটা ফিরে এলে তার অন্ত ব্যবস্থা করে দেবো । সন্ধ্য ইহারও জবাব দিতে পারিল না। তেমনি নত-নেত্রে থাকিয়া বোধ হয় আপনাকে সামলাইতে লাগিল। তারপর আস্তে আস্তে বলিল, এখন আমার মুখেও পান নেই, গা ধুতেও এসেছিলাম। এই সময় তোমাকে একটু প্ৰণাম করে পায়ের ধূলো নিয়ে যাই । এই বলিয়া সে গড় হইয়া নমস্কার করিয়া তাহার পায়ের ধূলো মাথায় দিয়া দ্রুতপদে অদৃশু হইয়া গেল। অরুণ তাহাকে ফিরিয়া ডাকিবার, বা আর কিছু জিজ্ঞাসা করিবার চেষ্টা করিল না, কেবল সেইদিকে চাহিয়া সে স্তব্ধ হইয়া বসিয়া রহিল ।
পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।