পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামুনের মেয়ে * &98 করতে চাও ? তোমার কাছে তিনি কি এত অপরাধ করেচেন শুনি । জগদ্ধাত্রী ভয়ানক আশ্চর্য্য হইয়া কহিলেন, কে তাকে অপমান করতে চাইচে সন্ধ্যে ? সন্ধ্যা কহিল, না তুমি কখখনো তাকে এ-বাড়ীতে ডেকে পাঠাতে পারবে না। ’ জগদ্ধাত্রী কহিলেন, ডেকে দুটো ভাল কথা বলতে ও কি দোষ ? সন্ধ্যা বলিল, ভাল হোক, মন্দ হোক, তিনি থাকুন বা যান, বাড়ী বক্ৰী করুন বা না করুন, আমাদের সঙ্গে তার কি সম্বন্ধ যে এ তুমি বলতে যাবে ? এ-বাড়ীতে যদি তুমি তাকে ডেকে আনে মা, আমি তামারই দিব্যি করে বলচি, ওই পুকুরের জলে গিয়ে ঝাপ দিয়ে মরব ? বলিতে বলিতেই সে দ্রুভবেগে প্রস্থান করিল, জননীর প্রত্যুত্তরের জন্য অপেক্ষামাত্র করিল ন; ৷ জুঃসহ বিস্ময়ে জগদ্ধাত্রী দুই চক্ষু বিফারিত করিয়া দাড়াইয়া রছিলেন,--কেবল প্রিয়বাবু চীৎকার করিয়া বলিতে লাগিলেন, মাহ, বইখানা দিয়ে যা না ছাই ! বেলা হয়ে শেল, একটা রেমিডি সিলেক্ট করে ফেলি, সন্ধ্যা ! সন্ধ্য ফিরিয়া আসিয়া হাতের বইটা পিতার পায়ের কাছে রাখিয়া দিয়া চলিয়া গেল। তিনি সেইখানে বসিয়া পড়িয়া ঔষধনিৰ্ব্বাচনে মনোনিবেশ করিলেন । জগদ্ধাত্রী কিছুক্ষণ নীরবে দাড়াইয়া থাকিয়া স্বামীকে উদেশ করিয়া কহিলেন, তুমি মেয়ের বিয়ে কি দেবে না ঠিক করেচ ? প্রিয় কাজ করিতে করিতে বললেন, দেবে না ? নিশ্চয়ই

দবো ।

কবে দেবে ? শেষে একটা-কিছু হয়ে গেলে দেবে ? হে । -