ఆసి বামুনে মেয়ে জ্ঞানদার হাতের বেগুন হাতেই রঙ্গিল, সে মুখের মধ্যে অঞ্চল গুজিয়া দিয়া উচ্ছ্বসিত রোদন প্রাণপণে নিরোধ করিল। বাটীর দাসী হাপাইতে হাপাইতে আসিয়া জানাইল, মাসিম, ঝি সঙ্গে করে কানা দাদামশাই যে স্বয়ং হাজির গো ! জ্ঞানদা তাড়াতাড়ি চোখ মুছিয়া জিজ্ঞাস্ক-মুখে চাঙ্গিল , তাহার সেই অশ্রু-কলুষিত ব্যথিত দৃষ্টির সম্মুখে দাসী বিস্ময়ে লজ্জায় বলিল, তোমাদের সেই পুরোনো বিকে সঙ্গে নিয়ে তোমাৰ শ্বশুরমশাই এসেচেন মাসিমা । কি হয়েচে গো ? খবর শুনিয়া জ্ঞানদার মুখের উপর রক্তের লেশমাত্র ও যন আর রহিল না। মুখোমুখি মৃত্যুকে দেখিয়াও মানুষ বোপ হয় এমন পাণ্ডুর হইয়া যায় না । দাসী ভীত হইয়া কহিল, কি হয়েচে মাসিম ? জ্ঞানদা ইহারও উত্তর দিল না, কেবল বিহ্বল শল্প-দৃষ্টা চাহিয়৷ রহিল । দাসী পুনরায় বলিল, তোমার কি কোন অসুখ করেচে মাসিমা ? এতক্ষণে জ্ঞানদা মাথা নড়িয়া কহিল, হঁ। বাবা কতক্ষণ এসেচেন কালী ? কি বলিল, সে ত জানিনে মাসিম । এইমাত্র দপলুম তিনি উঠানে দাড়িয়ে বাবুর সঙ্গে কথা কইচেন । জ্ঞানদা আশ্চৰ্য্য হইয়া জিজ্ঞাসা করিল, বাবুর সঙ্গে - ঝি বলিল, হঁ। আমি বাইরে থেকে আসছিলুম, বাব ডেকে বলে দিলেন, কালী, তোমার মাসিমাকে খবর দাও গ ঠার শ্বশুরমশাই তাকে নিতে এসেচেন ও মা, ঐ যে নিজেষ্ঠ আসচেন । বলিয়াই ঝি একটুখানি সরিয়া দাড়াইল । পরক্ষণেষ্ট লাঠির শব্দে
পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।