বামুনের মেয়ে - ゲー。 হাড়ি-ছলে হয়ে বামুনের ভিটে-বাড়ীতে বাস করবে ম : এই কি শাস্তরে বলে ? শাশুড়ী বলিলেন, শাস্তরে কি বলে তা ঠিক জানিয়ন বেীমা— কিন্তু নিজের ব্যথা যে কত তা ত ঠিক জানি। আমার কথা কাউকে বলবার নয়, কিন্তু এ-ব্যথা যদি পেতে, ত বুঝতে বোমী, ছোট-জাত বলে মানুষকে ঘৃণা করার শাস্তি ভগবান প্রতিনিয়ত কোথা দিয়ে দিচ্ছেন। এই যে কুলের মর্য্যাদা, এ যে কতবড় পাপ, কতবড় ফকির বোঝা, এ যদি টের পেতে ত নিজের মেয়েটাকে এমন করে বলি দিতে পারতে না । (জাত আর কুলই সত্যি, আর দুটাে মানুষের সমস্ত জীবনের মুখ-দুঃখ কি এতবড়ই মিথ্যে মা ? জগদ্ধাত্রী ক্ষুব্ধ হইয়া কহিলেন, তা হলে কি এই মিথ্যে নিয়েই পৃথিবী চলুচে মা ? শাশুড়ী একটু স্নান হাসিয়া কহিলেন, পৃথিবী ত চলে না বেীমা, চলে কেবল আমাদের অভিশপ্ত জাতের । আমি বিদেশে থাকি, অনেক বয়স হ’লো, অনেক দেখলাম, অনেক দুঃখ পেলাম—আমি জানি যাকে বংশের মর্য্যাদা বলে ভাবচো, যথার্থ সে কি । কিন্তু কথাটা তোমাকে খুলে বলতেও পারব না, হয়ত বুঝতেও তুমি পারবে না। তবুও এই কথাটা আমার মনে রেখো, মা, মিথ্যাকে, মৰ্য্যাদা দিয়ে যত উচু করে রাখবে,তার মধ্যে তত গ্লানি, তত পঙ্ক, তত অনাচার স্ত্রম হয়ে উঠতে থাকবে। উঠচেও তাই ৮ । জগদ্ধাত্রী কি একটা উত্তর দিতে যাইতেছিলেন, কিন্তু মেয়েকে আসিতে দেখিয়া চুপ করিয়া গেলেন। সন্ধ্য। খিড়কির বাগানে এতক্ষণ তাহার ফুলগাছে জল দিতেছিল, বাড়ীতে প্রবেশ করিয়া হাতের ঘটিটা প্রাঙ্গণের চাতালের উপর রাখিয়া দিয়া, সুমুখে আসিয়া দাড়াইল। মায়ের প্রতি চাহিয়া কহিল, ও-কি মা ? চন্দ্রপুলি বুঝি ?
পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।