ԵՊ বামুণের মেয়ে এখন। বলিয়াই সে র্তাহার হাত ধরিয়া কহিল, চল না ঠাকুরমা, আমার ঘরে গিয়ে একটু সেকালের গল্প করবে। এই বলিয়া সে একরকম জোর করিয়া তাহাকে টানিয়! তুলিয়া নিজের ঘরের দিকে প্রস্থান করিল। [ ] রাত্রি খুব বেশি হয় নাই, বোধ হয় একপ্রকার হইযা থাকিবে, কিন্তু শীতের দিনের পল্লীগ্রামে ইহারই মধ্যে অত ন্ত গল্পীর মনে হইতেছিল। জ্ঞানদার শয়ন-কক্ষের এককোণে একাণ মারি প্রদীপ মিট্ মিটু করিয়া জ্বলিতেছিল। ঘরের মেজেয় বসিয়া জ্ঞানদী এবং তাহারই অদূরে বসিয়া রাসমণি হাত-মুখ নাড়িয়া বুঝাইয়া বলিতেছেন, কথা শোন জ্ঞানদা, পাগলামি করিসূনে ওষুধটুকু দিয়ে গেছে-- খেয়ে ফ্যাল! আবার যেমন ছিল সুব তেমনি হবে, কেউ জানতেও পারবে না । জ্ঞানদা অঞরুদ্ধ-স্বরে বলিল,এমন কথা আমাকে তোমর। কেমন করে বল দিদি ? পাপের উপর এতবড় পাপ আমি কি :ব করব ? নরকেও যে আমার জায়গা হবে না ! রাসমণি ভৎসনা করিয়া কহিলেন, আর এতবড় কলে কালি দিয়েই বুঝি তুমি স্বর্গে যাবে ভেবেচ ? যা রয়-সয় তাঙ্গ পর জ্ঞানদা, আদিখ্যেতা করে এতবড় একটা দেশপূজ্যি লোকের সাপ ইট করে দিস্নে । জ্ঞানদা হাতজোড় করিয়া কাদিয়া বলিল, ও আমি কিছুতে খেতে
পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯১
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।