পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বামুনের মেয়ে ԵԵ পারব না-—আমাকে বিষ দিয়ে তোমরা মেরে ফেলবে, আমি টের পেয়েচি । রাসমণি মুখখানা অতিশয় বিকৃত করিয়া কহিলেন, তবে, তাই বল মরবার ভয়ে খাবো না ! মিছে ধৰ্ম্ম ধৰ্ম্ম করিস্নে । জ্ঞানদা কহিল, কিন্তু ও যে বিষ । রাসমণি বলিলেন, বিষ তা তোর কি ? তুই তো আর মরচিস্ নে ? বলিয়াই তীক্ষ্ণ কণ্ঠস্বর চক্ষের নিমিষে কোমল ও করুণ করিয়া কহিলেন, পাগলী আর বলে কাকে ! আমরা কি তোকে খারাপ জিনিষ খেতে বলতে পারি বোন ? এ কি কখনো হয় ? রাসি বামনীকে এমন কথা কি কেউ বলতে পারে ? তা নয় দিদি— কপালের দোষে যে শত্রুটা তোর পেটে জন্মেচে, সেই আপদবালাষ্টটা ঘুচে যাকু—কতক্ষণেরষ্ট বা মামলা—তার পরে যা ছিলি তাষ্ট হু —খা দা, ঘুরে বেড়া, তীর্থ ধৰ্ম্ম বার-ব্রত কর—এ-কথা কে ই বা জানবে, আর কে-ই বা শুনবে ! জ্ঞানদা অধোমুখে স্থির হইয়া বসিয়া রহিল। রাসমণি জিজ্ঞাসা করিলেন, তা হলে আনতে বলে দি বোন ? জ্ঞানদা মুখ তুলিল না, কিন্তু কাদিয়া ফেলিয়া কহিল. না, আমি ও-সব কিছুতে খাবো না—আমি কখ খনে তা হলে আর বঁচিব না। রাসমণি ভয়ানক রাগ করিয়া বলিলেন, এ ত তোর ভারি ছিষ্টিছাড়া অন্যায় জ্ঞানদা ? খেতে না চাস, যা এখান থেকে । পুরুষমানুষ, একটা অ-কৃাজ না নয় করেই ফেলেচে, তা বলে মেয়েমানুষের এমন জিদ ধরলে ত চলে না । চাটুয্যেদাদা ত বলচেন, বেশ, যা হবার হয়েচে, ওকে আমি পঞ্চাশটা টাকা দিচ্ছি, ও কাশী-বৃন্দাবনে চলে যাক । তার পরে ত তাকে আর দোষ দিতে পারিনে জ্ঞানদা ? টাকাটাও ত কম নয়? একসঙ্গে একমুঠো !