পাতা:বামুনের মেয়ে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

し*。 বামুনের মেয়ে জ্ঞানদা কহিল, আমি টাকা চাইনে দিদি, টাকা দিয়ে তামি কি করব ? আমি যে কাউকে কোথাও চিনিনে—আমি কেমন করে কার কাছে গিয়ে এ-মুখ নিয়ে দাড়াব ? রাসমণি বলিলেন, এ তোমার জব্দ করার মতলব নয় জ্ঞানদা ? লোকে কথায় বলেচে কাশী-বৃন্দাবন ! এত লোকের স্থান হয়, আর তোমারই হবে না ? জ্ঞানদা খানিকক্ষণ নিঃশব্দে থাকিয়া বলিল, রামুদিwি, আমি সব জানি। কাল ওঁর প্রাণকৃষ্ণ মুখুয্যের মেয়ের সঙ্গে বিযে হবে, তাও জানি । আজ তাই আমাকে বিষ দিয়ে হোক, কাশীতে পাঠিয়ে হোক, বাড়ী থেকে দূর করা চাই। কিন্তু ভগবান ! বলিতে বলিতে সে সহসা ফু পাইয়া ফাদিয়া উঠিয় দুই হাত জোড় কবিয়া কহিতে লাগিল, ভগবান! তোমার পায়ে এত লোকের যখন ."ান হয়, তখন আমারও হবে । কিন্তু ছেলেবেলা থেকে কখনো *ে fন পাপ করিনি, হয়ত কখনো করতেও ত’তো না—কিন্তু তুমি ত সব জানো ? এর সমস্ত শাস্তির বোঝা কি কেবল নিরুপায় বলে আমার মাথাতেই তুলে দেবে ? ভগবানের নামে রাসমণির বোধ করি বিরক্তির অবধি বসিল না, তিনি ধমক দিয়া বলিলেন, আ-মর ! শাপমতি দিস কেন ? কচি খুকি ! চোখ মরে সাত বাড়া জড়িয়ে – ৭ হয়েচে নাই-তুমি আস্কার না দিলে পুরুষমামুযে়া দোষ কি ! কক্ট পল । ত ,দখি এমন ব্যাটাছেলে কে আছে রাসি বামনীকে-- ইহার আর উত্তর কি ? জ্ঞানদা নীরবে অঞ্চলে চ থ মুছিতে লাগিল। রাসমণি অপেক্ষাকৃত শান্ত-গলায় বলিলেন, বেশ ত জ্ঞানদা, ক্যাওর-বেয়ের ওষুধ খেতে যদি তোমার ভয় হয়, প্রিয় মুখুয্যেকে ত বিশ্বেস হয় ? সেই না হয় একটা কিছু দেবে যাতে—