পাতা:বালক শিক্ষার্থ লঘু পাঠ সংযুক্ত বঙ্গভাষার বর্ণমালা.djvu/১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
[ ১০ ]

ডর
ঢক
তাল
থাক
ধন
পথ
ফল
বাঁশ
ভাগ
মদ
যব
লাভ
শঠ
ষাঁড়
হাত
ক্ষণ

ডাক
ঢাক
তিল
থুঁতি
ধীর
পাক
ফাঁক
বিষ
ভুল
মাস
যশঃ
লুঠ
শর
সৎ
হাঁস
ক্ষত

ডাশ
ঢাল
তৃণ
থোড়
ধূপ
পিক
ফাঁদ
বীর
ভেট
মীন
যোগ
লেপ
শাল
সর
হিত
ক্ষীণ

ডিম
ঢিল
তৈল
দল
নাগ
পেট
ফুল
বুক
ভেদ
মুখ
রথ
লেশ
শেষ
সাধ
হিম
ক্ষেপ

ডুব
ঢোল
তৌল
দেশ
নাশ
পুর
ফের
বেত
ভোজ
মেষ
রাগ
লোপ
শোক
সুখ
হুল
লোভ

ডৌল
তল
ত্রাণ
দ্রব্য
নীচ
পাঁচ
বল
বোধ
ভ্রম
মৌন
রূপ
লোভ
শ্রম
স্থান
হ্রাস
ক্ষৌর