পাতা:বিক্রমশিলা.djvu/১৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ७ ) রাজারই কাছে তার আসন দেওয়া হল, তিনি সেখানে বসলেন । সিপাইগুলো ত অবাক-যাকে এমন হতাশ্রদ্ধার সঙ্গে ব্যবহার করেছে, যাকে আহম্মক, বোকা ভেবেছে, সেই লোকটারই এত সম্মান ! রাজা তঁকে বল্লেন—“দেখুন পণ্ডিতজী দেশের ডাক এসেছে আপনি কি সেই ডাকে সাড়া দিতে রাজী আছেন ?” পণ্ডিতজী উত্তর দিলেন--“আমি মায়েরই ছেলে, মা ডাকলে ছেলে কি না গিয়ে থাকতে পারে ?” “তবে শুনুন, দেশ আপনাকে বলছে একবার হিমালয়ের ওপারে যেতে হবে ।” “হিমালয়ের ওপারে ! কেন ?” “হিমালয়ের নাম শুনে বুক কঁাপিছে নাকি ভয়ে।” “না, ভয় আর কি ? সেত আমার চেনা পথ। কেন যেতে হবে ?” “মগদ দেশের মহা-উপাধ্যায় পণ্ডিত দিপঙ্করকে (৪) নিমন্ত্রণ করবার জন্য। তঁকে ডাকবার জন্য কাল স্বৰ্গীয় মহারাজ আমায় স্বপ্নে আদেশ করেচেন ।” “দেশের এত লোক থাকতে ডাক যখন আমার কাছে এসে পৌচেছে তখন আমার ভাগ্য সুপ্ৰসন্ন বলতে হবে। কিন্তু যদি ( ) fosv, rivircy Waddels" Lamaism e vesa va Indian Pandit in the land of snow arry