( २० ) “তা বলা যায় না-সেটা আমাদের উদ্দেশ্যের সাফল্যের ওপর নির্ভর করছে।” এই রকমে তারা বসে বসে গল্পগুজব করছে, এমন সময় তাদেরই দলের এক চর এসে চুপি চুপি সর্দারকে বল্লে-“ডাকাতের দল খবর পেয়েছে যে আমরা এখানে তঁবু ফেলেছি। তারা মতলব করেছে আজ রাত্ৰিতে এসে আমাদের আক্রমণ করবে। ” এই খবর পেয়ে সর্দার ত খুব চিন্তিত হয়ে পড়লেন। তঁর কাছে রাজার দেওয়া অনেক টাকাকড়ি রয়েছে, তারপর এই সব লোকজন এদের সবাইকে বঁাচাতে হবে, নিজেও বঁচিতে হবে। নিজের কথা না হয় যাক, তিনি এ পথে অনেকবার গেছেন, zBB SLOLK DDLDD DB DLDB DDD S S SDD DDSB D BBSDDD পারলে রাজার উদ্দেশ্য যে পণ্ড হয়ে যাবে। তখন তিনি দু’একজনে নিয়ে পরামর্শ করতে লাগলেনকি করা যায়। শেষে দু’একজন গিয়ে খোজ নিলে কাছে কোনও বড়গাছ আছে কিনা। সুখের বিষয় একটু দূরেই একটা প্ৰকাণ্ড গাছ পাওয়া গেল। তখন সেই গাছের নীচে আর একটা তঁবু ফেলা হল, আর প্রথমটীতে লম্বা লম্বা কাঠ ফেলে তার ওপরে কাপড় আর কম্বল চাপিয়ে দেওয়া হল । শেষকালে আগুন নিবিয়ে দিয়ে সবাই সেই বড় গাছটাতে উঠে বসল। দেখতে দেখতে রাত্রির অন্ধকার নেমে এসে অন্ধকারকে আরও জমাট করে দিলে। চারিদিক একেবারে নিকুম, নিস্তব্ধ, BDDD BDDDDu BD DBBB BD S DDD DBBB DDDS BB
পাতা:বিক্রমশিলা.djvu/২৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।