পাতা:বিক্রমশিলা.djvu/৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( &8 ) “তবেই ত মুস্কিল! আমার বাড়ীতে ত এত জায়গা নেই যে আপনাদের সবাইকে স্থান দোব। আচ্ছা, আসুন আমার সঙ্গে অন্যত্র চেষ্টা দেখি ” এই বলে তিনি যাত্রীদের পথ দেখিয়ে নিয়ে চল্লেন । সে সময় সেই গ্রামেতে ব্যবসাদারদের একটী সমিতি ছিল। সেই সমিতি তখন “শ্রেণী” (৭) বলে পরিচিত ছিল। এই সমিতির ক্ষমতা ছিল যথেষ্ট, ব্যবসার নানা প্রশ্নের মীমাংসা ত সমিতি করতই, তা ছাড়া সাধারণের টাকা জমা নেওয়া ও সাধারণের সুবিধার জন্য নানা রকম সৎকাৰ্য্য করাও সমিতির কাজ ছিল । সমিতির কাজের জন্য সমিতির নিজের সাধারণ ঘর বাড়ী ছিল। বৃদ্ধ নিজে গ্ৰাম্য সমিতির সভ্য বলে, সমিতির কর্তৃপক্ষের- কাছে যাত্রীদের নিয়ে গেলেন, এবং রাত্রের মত তাদের বাসের ব্যবস্থা করে দিতে অনুরোধ করলেন । তাই হল, সমিতির লোকেরা খুব উৎসাহের সঙ্গে বিদেশী যাত্রীদের অভ্যর্থনা করলেন আর সুন্দর ভাবে তাদের থাকবার ও খাবার ব্যবস্থা করে দিলেন । যাত্রীরা তাদের আতিথ্য গ্ৰহণ করে কৃতাৰ্থ হল । याखोद्मा भर्छ cश्रोोgbएछ । আজ তাদের সব কষ্ট সব দুঃখ সফল হল। আজ তাদের মনের কামনা পূর্ণ হল ; যে লক্ষ্য নিয়ে তারা নিজের দেশ, ঘর ( . ) is first Dr. R. C. Majumdar's Corporate Life in Ancient India P. 3. ožку