পাতা:বিক্রমশিলা.djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( &c. ) বাড়ী ছেড়ে এসেছে, আজ সেই উদ্দেশ্য পূর্ণ হবার সুযোগ এসেছে। যে বাৰ্ত্তা বহন করে তারা সেই সুদূর তিব্বত থেকে মগধে এসেছে, এইবার সেই বাৰ্ত্তা, সেই নিমন্ত্রণ দিতে হবেমহা-উপাধ্যায় পণ্ডিত শ্ৰীজ্ঞানদীপঙ্করকে। মঠটী পাহাড়ের ওপরে, পাশেই গঙ্গা কুলকুল শব্দ করে প্রবাহিত হচ্ছে। সিড়ি ভেঙে যাত্রীরা অনেক আশা করে ওপরে উঠল। সামনেই ফটক, কিন্তু একি ফটক যে বন্ধ ! তাদের সব আশা ভরসা বুঝি লোপ পেল। তখন রাত হয়েছে । মঠের ভেতর থেকে আলোর রেখা দেখা যাচ্ছে। কিন্তু ভেতরে যাবার যে উপায় নেই। যে উচু প্ৰাচীর দিয়ে মঠটা ঘেরা, কারও সাধ্য নেই যে সহজে সেই প্রাচীর পার হয়ে ভেতরে প্ৰবেশ করবে। ” BBD DBD DBBDSBuDBS BB DDBD DDD SDDDS DB দেখি আরগুলো বন্ধ আছে কি না ?” তখন তারা আর একটা সিংহদ্বারে গেল, হায় সেটাও যে বন্ধ । এমনি করে সব সিংহদ্বারে গিয়ে দেখলে যে কোনটাই খোলা নেই । শেষ দরজায় যখন যাত্রীরা এসে দাঁড়াল, তখন শুনতে পেল মঠে ভিক্ষুরা ভগবান বুদ্ধদেবের উদ্দেশ্যে বলছেন “উপেমি বুদ্ধং সরণং ধৰ্ম্মং সঙ্ঘঞ্চ তাদিনীং ।