পাতা:বিক্রমশিলা.djvu/৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ૨૭ ) সমাদিয়ামি সীণানি তং সে অখায় হেন্তিতি ॥” (৮) যাত্রীরাও সঙ্গে সঙ্গে বুদ্ধদেবের উদ্দেশ্যে প্ৰণাম করল। রাত্রি বেশী হচ্ছে দেখে, দলপতি ভিক্ষু-সিংহদ্বারে ধাক্কা দিয়ে ডাকলেন “ওহে দ্বারি, দোর খোল।” ভেতর থেকে প্রশ্ন হল-“তোমরা কে ?” “আমরা বিদেশী। আশ্রয় চাইচি ৷” “তোমাদের কথায় বোধ হচেছ তোমরা লামার দেশে থেকে আসছে। কিন্তু আজ ত ভেতরে প্রবেশ করতে পাবে না, কাছেই ধৰ্ম্মশালা আছে সেখানে আশ্রয় নেও গে।” অগত্য যাত্রীর দল ধৰ্ম্মশালা খুজে গিয়ে, সেখানেই আশ্রয় নিলে । পরদিন সকালে উঠেই সরদারের প্রথমে যার সঙ্গে দেখা হল, সেই ভিক্ষুর সঙ্গে আগে থেকেই পরিচয় ছিল। তঁর সঙ্গে তিনি একত্ৰ বৌদ্ধদৰ্শন পড়েছিলেন এই বিক্রমশিলার মঠে। তঁর নাম হচেছ-পণ্ডিত তথাগত রক্ষিত । তাকে দেখেই তিববতী লামা আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন, তিনি বল্লেন“ভন্তে, আমার অভিবাদন গ্ৰহণ করুন।” ( / ) “বুৰ-ধৰ্ম্ম-সঙ্ঘ আমি কৰিব শরণা;

  • 阿ó亨f商可c州町娜哥哥邵4产

( থেৱীগাথা-শ্ৰীষিজয় চন্দ্র মজুমদায় পৃঃ ৮৯)