পাতা:বিক্রমশিলা.djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( २१ ) পণ্ডিত তথাগতরক্ষিত ফিরে দেখলেন তঁরই পরিচিত এক তিববতী লামা তাকে সম্বোধন করছেন । তিনি আনন্দের সঙ্গে উত্তর দিলেন-“ও, অনেক দিন পরে আপনার সঙ্গে দেখা হল । আপনি ভাল আছেন ত ? আবার যে মাঠে ফিরে এলেন ?” তিববতী লামা বল্লেন-“এই, আমাদের স্বদেশবাসীদের দেখাতে এলাম। আপনাদের বিখ্যাত মঠটি।” “সোত খুবই ভাল। আপনার কিন্তু যেন আরও কিছু উদ্দেশ্য আছে বলে মনে হয় ।” লামা একটু চিন্তা করে বল্লেন-“না, হাঁ-তা আপনাকে বলতে কিছু বাধা নেই। আপনি হলেন পুরাণ সতীর্থ, আপনাকে নিৰ্ভয়ে বলতে পারি। আমাদের মহারাজা আচাৰ্য্য দীপঙ্করকে ভোট দেশে নিয়ে যাবার জন্য নিমন্ত্রণ পাঠিয়েছেন। তাই আমরা এসেছি আচাৰ্য্যদেবকে নিয়ে যাবার জন্যে।” পণ্ডিত তথাগতরক্ষিত চমকে উঠে বল্লেন-“আরো সেকি ? সেও কি সম্ভব হয়! আপনার যত সব পাগল জুটেছেন। বিক্ৰমশিলার ভিক্ষু-সংঘ তঁাকে ছাড়বে কেন ? তারা যে ভঁাকে প্ৰাণের চেয়ে ও ভালবাসে, আর তার গৌরবেই বিক্রমশিলার গৌরব। তঁকে নিয়ে যাওয়া অসম্ভব, আর তিনি নিজে ও বিক্রমশিলার সংঘকে বড় ভালবাসেন, এর সঙ্গে তিনি অনেকদিন জড়িত আছেন, তিনি ও আপনাদের রাজার নিমন্ত্রণ গ্ৰহণ করবেন। না। যাক, আমি আপনাকে নিরুৎসাহ করতে চাই না, আপনি একবার আচাৰ্য্যদেবের সঙ্গে দেখা করে দেখুন কি হয়।”