পাতা:বিক্রমশিলা.djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ੨ ) আপনাদের মধ্যে র্যারা বাস্তবিক বৌদ্ধশাস্ত্ৰ সম্বন্ধে আলোচনা করেছেন আর শিক্ষিত, তঁরাই যেন প্ৰবেশ করবার অনুমতি প্রার্থী হন, আর যারা সিপাই অথচ তেমন শিক্ষিত নয়। তারা যেন ছাত্রভাবে প্ৰবেশ করবার অনুমতি না চান-তারা এমনি মঠাঁটী পরিদর্শন করে আসতে পারেন। পরে তারা গ্রামে কোথা ও আশ্রয় নেবেন যতদিন না। আপনার ফেরেন ।” তাই ঠিক হল, যাত্রীরা দুটো দলে ভাগ হল--একদল পিছনে রইল। তারা কিছুপরে মঠে প্ৰবেশ করবে। অন্যদল তিববতী লামার সঙ্গে দক্ষিণের সিংহদ্বারে গিয়ে উপস্থিত হল। পণ্ডিত তথাগতরক্ষিত তাদের পরিচয় করিয়ে দিলে পণ্ডিত প্ৰজ্ঞাকরমতির সঙ্গে। তিনি বল্লেন-“ভন্তে, এই বিদেশীরা ভোট দেশ থেকে এসেছে, এরা অনুমতি চাইছে প্ৰবেশ করবার জন্যে ।” প্ৰজ্ঞাকরীমতি উত্তর দিলেন-“কিন্তু তার আগে পরীক্ষা করা দরকার। আপনারা এগিয়ে আসুন।” দলপতি লামা এগিয়ে এসে বল্লেন-“ভন্তে, আমার অভিবাদন গ্ৰহণ করুন।” তঁর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তিনি বল্লেন-“আপনার মুখ যে পরিচিত বলে বোধ হচ্ছে।” “হাঁ, আমি কিছুকাল্প আগে এখানে ছাত্র ছিলাম।” “এখানে ছাত্র ছিলেন ? তবে আপনার পরীক্ষার তা দরকার নেই। আপনার দলের অন্য লোক আসুক।” আর একজন যাত্রী আগিয়ে এল, মহাভিক্ষু তাকে জিজ্ঞাসা করলেন-“আপনার বাড়ী কোথায়?”