( 0S ) নালন্দার মঠে। তঁর সম্বন্ধে নানান গল্প তিব্বতে প্ৰচলিত আছে। তাঁর বাড়ী ছিল কাশ্মীরে। তাঁর জন্ম পদ্মের মধ্যে হয়েছিল বলে তাকে পদ্মসম্ভব বলা হয়। সে সময় তিববতের সিংহাসনে যিনি বসে ছিলেন তাঁর নাম-থিস্রোং-দোঁতসন। র্তার গুরু ছিলেন-শাস্তরক্ষিত, একজন ভারতীয় পণ্ডিত । রাজগুরু শান্তরক্ষিতের পরামর্শে রাজা পণ্ডিত পদ্মসম্ভবকে ডেকে পাঠান নালন্দা থেকে। তিনি যখন তিব্বতের রাজসভায় হাজির হলেন, তাকে খুব সম্মানের সঙ্গে অভ্যর্থনা করা হল । তিনি তিব্বতের বৌদ্ধধৰ্ম্মে যে সব জঞ্জাল ছিল, তা একেবারে পরিষ্কার করে দিলেন । তিববতের লোকেরা এবং রাজা নিজে তাকে যথেষ্ট খাতির করতেন। আমরা এখন ও তঁাকে যথেষ্ট শ্রদ্ধা প্ৰদৰ্শন করি।” ( ১২) এই রকম করে সব যাত্রীদের যখন পরীক্ষা হয়ে গেল,মহাভিক্ষু তাদের ওপর সন্তুষ্ট হয়ে তাদের মঠে প্ৰবেশ করবার অনুমতি দিলেন । যাত্রীরা মহা আনন্দে মঠের মধ্যে প্রবেশ করল। তাদের সঙ্গে পণ্ডিত তথাগতরক্ষিত ছিলেন, তঁাকে লামা বল্লেন-“ভন্তে, আপনিই আমাদের পথ প্ৰদৰ্শক হোন, আমি ঠিক সব পথ চিনতে পারব না। অনেক দিন হয়ে গেছে। আপনি এদের সব দেখিয়ে नि ( s.) Waddels Lamaism
পাতা:বিক্রমশিলা.djvu/৩৯
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।