পাতা:বিক্রমশিলা.djvu/৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[更丐] আজ বিক্রমশিলা মঠে বিরাট সভা। সেই সভায় ভিক্ষুসংঘ আচাৰ্য্য দীপঙ্কর শ্ৰীজ্ঞানকে বিদায় (WCKs সভা খুব সুন্দর ভাবে সাজান হয়েছে। প্ৰায় দশ হাজার ভিক্ষু একত্র হয়েছে, এই বিদায় সভায় যোগ দেবার জন্যে। সবাই কিন্তু একটু মিয়মান যে তাদের প্রিয় আচাৰ্য্যদেবকে ছাড়তে হবে। তিববতী যাত্রীরা ও এই সভায় যোগ দিয়েছে, তাদের আনন্দের সীমা নেই, তাদের সব কষ্ট সফল হতে চলেছে। সবাই উৎকণ্ঠিত হয়ে অপেক্ষা করে। আছেন, কখন আচাৰ্য্যদেব আসবেন। হঠাৎ সভাশুদ্ধ লোক দাড়িয়ে উঠল,-কাকে যেন অভ্যর্থনা করবার জন্য। দেখা গেল-আচাৰ্য্য দীপঙ্কর শ্ৰীজ্ঞান আসছেন, আর তঁর পিছনে জ্ঞানবৃদ্ধ মহাভিক্ষুরা আসছেন। সবাই আসন গ্ৰহণ করলে, এক মহাভিক্ষু উঠে প্ৰথমে “জয়মঙ্গল” আবৃতি করলেন। পরে বলতে লাগলেন-“আজি আমরা একটা খুব কঠিন কাজের ভার নিয়ে এখানে সমবেত হয়েছি। আজ আমাদের প্ৰিয় আচাৰ্য্যদেব আমাদের ত্যাগ করে। ষ্ঠার সাধের প্রতিষ্ঠান-বিক্রমশিলা ত্যাগ করে, তিনি ভোটদেশে যাবেন । তিনি যে আমাদের ত্যাগ করে যাচ্ছেন, এতে আমরা সবাই আন্তরিক ব্যথিত হয়েছি। আজ বিক্রমশিলা যে যশোগৌরবে: