ty ( 8७ ) মাথায় দিচ্ছে দেহ মন পবিত্র হবে বলে। সকলের মনে একটা আনন্দ-সবাই ভাবুছে যে আজ তিব্বতে এক মহাপুরুষ এসেছেন, র্যার কৃপায় তিব্বতের সব লোক উদ্ধার হয়ে যাবে। সবাই দুহাত, তুলে তঁার জয়ধ্বনি করতে লাগল। তারপর রাজপুরুষেরা তঁকে রাজসভায় নিয়ে এলেন। রাজসভায় তিনি প্ৰবেশ করতেই সবাই জয়ধ্বনি করে উঠল।” রাজা নিজে আচাৰ্য্যদেবকে নিয়ে এসে সিংহাসনের পাশে বসলেন, আর তার পাশে ভারতীয় ভিক্ষুরা বসলেন। প্ৰথমে রাজ উঠে, বললেন-“হে আচাৰ্য্যদেব, আপনার আগমনে আমাদের ভোট, দেশ পবিত্র হল। আপনি বৌদ্ধধৰ্ম্মের প্রাণ স্বরূপ, আপনাকে. . আনবার জন্যেই আমার পিতৃব্য প্ৰাণ হারান। আমার সৌভাগ্য, বে আপনি আমার নিমন্ত্রণ গ্ৰহণ করে এই সুদূর ভোটরাজ্যে এসেছেন। আমি ও ভোটরাজ্যের সমস্ত বৌদ্ধ সেজন্যে আপনার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনি এখন এ রাজ্যের ধৰ্ম্ম কাৰ্য্যের ভার গ্ৰহণ করুন। আপনি আমাদের ধৰ্ম্মগুরু হয়ে সদ্ধৰ্ম্মে আমাদের প্রবুদ্ধ করুন। এদেশে সন্ধৰ্ম্মের অবস্থা অতি শোচনীয়, আপনার সাহায্য, আপনার অনুপ্রেরণা না পেলে এদেশে নতুন। উৎসাহ জাগবে না। আমাদের ভিক্ষ সংঘ। এখানেই উপস্থিত আছেন, এদের সাহায্যে আপনি কাৰ্য্য আরম্ভ করুন। সর্বশেষে আমি আপনার আশীৰ্বাদ ভিক্ষা করছি যাতে এই সৎকাৰ্য্যে আমি, আমার সাধ্য অনুসারে আপনার সাহায্য করতে পারি।” এই বলে ভূমিষ্ট হয়ে রাজা আচাৰ্য্যদেবের পদধূলি নিলেন।
পাতা:বিক্রমশিলা.djvu/৫৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।