পাতা:বিক্রমশিলা.djvu/৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ङ्च>िन्वब्॥ ( অধ্যাপক শ্ৰী রমেশচন্দ্র মজুমদার, এম-এ, পি-আর এস, পি-এচ-ডি, লিখিত। - আমাদের দেশে ইতিহাসের আদর নাই--- প্ৰাচীনকালেও ছিল না এখনও বড় একটা নাই। অথচ আমাদের দেশেই ইতিহাসের প্রচার সব চেয়ে বেশী দরকার । কারণ আমাদের একটা গৌরবময় অতীত ছিল এবং আমাদিগকে মানুষ হইতে হইলে তাহা জানিতে ও বুঝিতে হইবে। ক্ষুদ্র বৃক্ষ শাখা প্ৰশাখা বিস্তার করিয়া যতই বৃহদাকার হউক না কেন মূলের সহিত সংযোগ বিচ্ছিন্ন হইলেই তাহা মরিয়া যায়। জাতিও উত্তরোত্তর যতই পরিণতি লাভ করুক না কেন মূল প্ৰকৃতির সহিত সংযোগ না। রাখিলে তাহা বাঁচিতে পারে না। এই মূল প্ৰকৃতি কি, কেবলমাত্র ইতিহাস পাঠেই আমরা তাহা জানিতে পারি। কিন্তু নীরস ঘটনাপূর্ণ ইতিহাস কেহ পড়িতে চায় না। তাই ইহাকে সরস করিয়া লোকের সম্মুখে উপস্থিত করিতে হয়। সুতরাং যে যুগে যে প্রকারের সাহিত্য জনসাধারণের প্রিয় হইয়া উঠিয়াছে ইতিহাস তাহারই ছদ্মবেশে আত্মপ্ৰকাশ করিয়াছে। যখন কাব্যের আদর ছিল ইতিহাস তখন কাব্যের আকারে দেখা দিয়াছে। এখন গল্প, নাটক ও উপন্যাসের যুগ। তাই ঐতিহাসিক গল্প নাটক ও উপন্যাসের ছড়াছড়ি ।