চিত্র – সম্মিত ) ই, তাই তো, এযে ভারি এটে জড়িয়ে গেছে। মনে হচ্চে তো ছাড়ানো যারে না—আচ্ছ। তবু একবার দেখি ছাড়াতে পারি কিনা । উৰ্ব্ব –প্রিয়সখি ! তোর এই কথাটা যেন মনে থাকে। রাজা – ( লতার বন্ধন মোচন ) লাতা ! বড় উপকার করিলি আমার an ক্ষণকাল বাধা দিয়া গমনে উহার । অপাঙ্গ-নয়নী তাই, অৰ্দ্ধেক বদন ফিরাইয়া মোরে আজি করিল দর্শন ॥ সারথি –দেখুন মহারাজ :– ইন্দ্র-শত্রু দৈত্যদের, নিশ্বনে নিঃক্ষেপ করি’ g লবণ-সাগরে তুণে তব বায়বাস্ত্র, পশে যেন মহোরগ আপন বিবরে ॥ রাজা—আচ্ছ। তবে, রথ আমার পাশে নিয়ে এসো—আমি উঠি । সারথি – ( তথা করণ ) রাজা – ( আরোহণ ) উৰ্ব্ব – ( সম্পৃহভাবে রাজাকে দেখিতে দেখিতে সনিঃশ্বাসে সখীর সহিত প্রস্থান ) চিত্ররথ —( প্রস্থান ) রাজা –(উৰ্ব্বশীর পথ-পানে উৰ্দ্ধমুখ হইয়া ) কি আশ্চৰ্য্য ! মদন দুর্লভজনেরই অভিলাষী । বিষ্ণুপদ-মধ্যাকাশে, ওই দেখ সুরঙ্গন করিল গমন ।
পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/১৮
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।