১৬ বিক্রমোর্কশী । বিদু।–(চিত্তত হইয়া স্বগত) সেই নিপুনিক দাসী বেট নিশ্চয়ই আমাকে ঠকিয়েচে—নৈলে মহারাজ এ কথা জিজ্ঞাসা করবেন কেন ? রাজা –তুমি যে চুপ করে আছ ? বিদু।–দেখুন মহারাজ ! আমার জিব টাকে এরূপ সংযত করে রেখেছি যে আপনার কথারও প্রত্যুত্তর আমি সহসা দিচ্চি নে। রাজা –এই ঠিক্ ৷ এখন কি করে সময় কাটাই বল দিকি ? বিদু।–চলুন, পাক-শালায় যাওয়া যাক । রাজা –সেখানে কি হবে ? বিদু।—সেখানে পাঁচ রকম আহারের আয়োজন হচ্চে দেখে উৎকণ্ঠ দুর হবে । রাজা –(সম্মিত ) তুমি যা চাও তা সেখানে নিকটে দেখতে পেয়ে তোমার মুখ হবে বটে কিন্তু আমি যা চাই সে যে অতি দুর্লভ বস্তু— আমার সময়।কি করে” কাট বে ? A. বিদু।–উৰ্ব্বশী তো আপনাকে দেখেচেন্ ? রাজা –তাতে কি ? { বৈদু —তাহলে আমার তো মনে হয়, আপনি যা চান তা দুর্লভ হবে না । রাজা –ৰ্তার রূপের পক্ষপাতী হলেই বা কি হবে ?—তিনি যে অলৌকিক । বিদু —আপনার কথা শুনে আমার কৌতুহল বৃদ্ধি হচ্চে। আচ্ছ মহারাজ ! আমি যেমন বিরূপে অদ্বিতীয়, তিনি কি সেই রকম রূপে অদ্বিতীয় ? রাজা –দেখ মানবক, র্তার প্রতি অঙ্গের বর্ণনা করা অসম্ভব, তাই আমি ংক্ষেপে বলচি শোনে । - বিছ –বলুন—আমি খুব মনোযোগ দিয়ে শুন্চি । রাজা—দেখ সখী !
পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/২৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।