বিক্রমোর্কশী । దిమ কুরুবক-অগ্রভাগ, স্ত্রীনখের ন্যায় স্বল্প পাটল বরণে সুরঞ্জিত, শু্যামল বরণ আর - ধরে তার দুই পাশ্ব ভাগ। বালাশোক ভেদোন্মুখ, ধরে চারু গুঢ় রক্তরাগ । চুতের মঞ্জরী নব —অপুষ্ট তাহার রজ-কণা— অগ্রভাগে এবে তাই দেখ কিবা কপিশ-বরণা ॥ বিদু।–দেখুন, এই মাধবীলতা-মণ্ডপে প্রস্ফুটিত কুস্থমে ভ্রমরের বিচরণ করচে, তাদের পদ-ভরে কুসুমগুলি ঝরে পড়চে—আর মণিশিলার মঞ্চসকল স্থানে স্থানে পাতা রয়েছে। তা, দেখুন এই লতা মণ্ডপটি এই সকল পূজার সামগ্ৰী নিয়ে আপনার প্রতীক্ষা করচে— আপনি এখন আতিথ্য-গ্রহণে ওকে অনুগৃহীত করুন । । রাজ। —তোমার যা অভিরুচি । ( পরিক্রমণ করিয়া উভয়ের উপবেশন ) বিদু। —এইখানে এখন একটু আরামে বোসে, ললিত লতার শোভা দেখে উৰ্ব্বণীর ভাবনাটা মন থেকে দূর করুন । রাজ! —( নিঃশ্বাস ফেলিয়া ) হউক গো বন-লতা বহু-কুমুমিতা, রমণীয় শাখাপত্রে হোক আনমিতা, তবু এ চঞ্চল নেত্র তাহে বদ্ধ থাকিতে না পারে সে অবধি হেরিয়ছে রূপসী সে উৰ্ব্বশী বালারে ॥
পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/২৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।