পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૨ বিক্রমোর্কশী উৰ্ব্ব —( দেখিয়া ) ওলো ! মহারাজকে প্রথমে যেমনটি দেখেছিলেন, এখন যেন ওঁকে আরো প্রিয়দর্শন বলে মনে হচ্চে । চিত্র –ঠিক্‌ কথা । তা, সা এখন নিকটে যাওয়া যাক । উৰ্ব্ব । —তিরস্করিণী-বিদ্যা-প্রভাবে মহারাজের পাশে প্রচ্ছন্ন থেকে এসে। আমরা শুনি মহারাজ প্রিয়বয়সোর সঙ্গে নির্জনে কি আলাপ করচেন । চিত্র –সখি ! তোমার যেমন ইচ্ছে । (উভয়ের তথা করণ) বিদু –দেখুন মহারাজ ! আপনার সেই ছল্লভ প্রণয়িনীর সঙ্গে কি প্রকারে মিলন হতে পারে, তার একটা উপায় ঠা2রেচি । রাজা –( তুষ্ণীম্ভাবে অবস্থান ) উৰ্ব্ব —না জানি সে স্ত্রীলোকটি কে যে মহারাজের প্রার্থনাসরে ০ নিজেকে ধরা দিচ্চে না ? চিত্র –সখি ! তুমি যে মানুষের মত কথা বলচ । কেন, তুমি কি ধানে জানতে পার না ? উৰ্ব্ব –সহসা ধান-প্রভাবে জানতে ভয় হয় । বিদু —আমি আপনাকে নিশ্চয় করে বলচি, একটা উপায় ঠারেচি । রাজা –আচ্ছা বল, সে উপায়টা কি । বিদু।–নিদ্রার সেবা করুন, তাহলে স্বপ্নে তার সঙ্গে মিলন হতে পারবে । অথবা সেই উৰ্ব্বণীর ছবি চিত্র-ফলকে একে তাই দেখে প্রাণ ঠাণ্ড কবন । উৰ্ব্ব ।—( সহর্ষে ) দুৰ্ব্বল ভীরু হৃদয় আশ্বস্ত হ । আশ্বস্ত হ ! রাজা —এ দুটোর মধ্যে কোনটাই যুক্তিসিদ্ধ নয়। কেননা :– পঞ্চবাণ নিজ শরে যে শেল বিঁধেছ এই মনে