বিক্রমোর্কশী । ෆ•, পক্ষ-নাশ-পূৰ্ব্বে যথা গতিমান গিরি, —কুসুমিত কণিকার থাকে যারে ঘিরি’ । মহারাজের এই দর্শন-পথে থেকে আমি ততক্ষণ একটু অপেক্ষা করি । পরিজন-পরিবেষ্টিত রাজা ও বিদূষকের প্রবেশ । রাজা –(স্বগত) কার্য্যাস্তরে থাকি’ ব্যস্ত, অতিকষ্টে কাটাইমু দিন কোন ক্রমে, এখন কেমনে বল, যাপিব এ দীর্ঘ রাত্রি বিনা বিনোদনে ? কধুকী –( নিকটে আসিয়া ) জয় মহারাজের জয় ! দেবী মহারাজকে এই কথা নিবেদন করচেন ‘মণি-প্রাসাদের ছাদে সুন্দর চন্দ্রোদয় হয়েছে। মহারাজের পাশে বসে আমি দেখব কতক্ষণে চন্দ্র-রোহিশীর যোগ আরম্ভ হয়” । রাজা –দেখ লাতব্য ! দেবীকে বল, তার যা ইচ্ছ । কঞ্চকী —যে আজ্ঞে মহারাজ । ( প্রস্থান ) রাজা –বয়স্ত ! দেবী কি সত্য সত্যই ব্রতের জন্ত এইরূপ উদ্যোগ করচেন ? বিদু।—আমার মনে হয়, আপনার সপ্ৰণিপাত অনুনয় অগ্রাহ করায় এখন অনুতাপ হয়েচে, তাই ব্রতের ছল করে’ এখন Lসই অপরাধ ক্ষালনের চেষ্টা করচেন । রাজা –তুমি ঠিক বলেছ। মনস্বিনী নারীগণ প্ৰণিপাত-অনুনয় করি হতাদর পরে করে অনুতাপ, e মনে মনে থাকি সদা লজ্জায় কাতর ॥
পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৪৪
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।