বিক্রমোর্কশী । 巴》》 হনন করহ তুমি নিশাব্যাপ্ত তম হর-শিরে বাস তব, তোমার গো নমঃ ॥ - (উত্থান ) . বিদু —দেখুন, আপনার পিতামহ চন্দ্র এই ব্রাহ্মণের মুখ দিয়ে অনুমতি দিচ্চেন “আপনি বসুন”—তাহলে আমিও একটু আরাম করে’ বসূতে পাই। রাজা –( বিদুষকের কথায় উপবেশন ও পরিজনের প্রতি দৃষ্টি পাত করিয়া এখন জ্যোৎস্না উঠেছে—এখন দীপের আলো বাহুল্য মাত্র । যাও, তোমরা বিশ্রাম করগে । পরিজন ।—যে আজ্ঞে মহারাজ । ( প্রস্থান ) রাজা –( চন্দ্রমাকে দেখিয়া ) বয়স্ত ! একটু পরেই দেবী আসূবেন। এই বেল নির্জনে আমার মনের অবস্থা তোমাকে খুলে বলি । বিদু।–সে তো দেখতেই পাচ্চি, কিন্তু তার যেরূপ আপনার প্রতি অনুরাগ তা দেখে মনে হয়, আশার বন্ধনে এখনও আপনি প্রাণকে বেঁধে রাখতে পারেন । রাজা –সে কথা সত্য । কিন্তু আমার মনের উদ্বেগ যে অত্যন্ত প্রবল হয়ে উঠেচে । নদীর প্রবাহ যথা বিষম শিলার প্রতিঘাতে বহু স্রোতে হয় প্রবাহিত, সেইরূপ প্রেম মোর বাধা পেয়ে মিলনের সুখে শত গুণে হয় গো বৰ্দ্ধিত ॥ বিদু —আপনার শরীর যদিও ক্ষীণ হয়ে গেছে—তবু যেন এতে আপ নাকে আরো ভাল দেখাচ্চে । তাতেই বোধ হয়, আপনার শীঘ্রই প্রিয়-সমাগম লাভ হবে । রাজা –( শুভ সূচনা ) বয়স্ত !
পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৪৬
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।