পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

30 বিক্রমোর্কশী । আশাপ্রদ বাক্যে তুমি, আশ্বাসিলে বাথিত এ জনে আশ্বাস লভিকু আরে, এ দক্ষিণ বাহুর স্পন্দনে ॥ বিদু।—ব্রাহ্মণের বাক্য কখন অন্যথা হয় না । (রাজা আশান্বিত হষ্টয়া অবস্থান ) আকাশ-পথে অভিসারিকা-বেশে সজ্জিতা উৰ্ব্বশী ও চিত্ৰলেখার প্রবেশ । উৰ্ব্ব ।-( আপনাকে দেখিয়া ) ওলো চিত্ৰলেখা ! মুক্তাভরণ-ভূষিত অভিসারিকার এই নীলাম্বর বেশটি কি তোর পছন্দ হয়েচে ? চিত্র –এত ভাল লেগেছে যে কি বলে প্রশংসা করব ভেবে পাচ্চি নে । আমার শুধু এই মনে হচ্চে, আমি যদি পুরুরবা হতেম তাহলে না জানি কি হ’ত । উৰ্ব্ব ।—সখি ! দেখ, মদন তোমাকে আজ্ঞা করচেন, শীঘ্র আমাকে সেই স্বপুরুষটির গৃহে নিয়ে চল । চিত্র –এই দেখ, তোমার প্রিয়তমের ভবনে এসেছি । আহা ! দেখে মনে হয়, কৈলাস-শিখর যেন স্থানান্তরিত হয়েছে । উৰ্ব্ব —এখন ধ্যান-প্রভাবে জানো দিকি, আমার হৃদয়-চোর এখন কোথায় আছেন, আর কি করচেন । চিত্র –( ধান করিয়া স্বগত) আচ্ছ, এর সঙ্গে একটু রঙ্গ করা যাক । ( প্রকাশ্যে ) ওলো ! তিনি এখন প্রিয়সমাগম-সুখ লাভ করে’ উপভোগের জন্য প্রস্তুত । উৰ্ব্ব —(বিষন্ন ভাব ) চিত্র –দুর বোকা, এও বুঝিল লে ? তিনি আবার কোন প্রিয় জনের চিন্তা করবেন ? উৰ্ব্ব – নিঃশ্বাস ফেলিয়া ) আমার হৃদয় অতি অনুদার, তাই সন্দেহ করচে ।