পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

G 8 বিক্রমোবর্বশী বর্ষাকাল স্থগিত রাখতে অজ্ঞা দেব ? কিন্তু না, তুষ্ট বর্ষার লক্ষণ গুলিই আমার রাজোপচার-স্বরূপ । এষ্ট দেখনা :– বিছাল্লেখাঙ্কিত অভ্র- সুবর্ণরঞ্জিত চারু চন্দ্ৰাতপ যেন প্রসারিত, এ নিচুল তরুগণ মঞ্জরী-চামর যেন so - করে ধরি করে সঞ্চালিত । গ্রীষ্ম-অবসানে দেখ উচ্চৈঃস্বরে করে গান বন্দী শির্থী হাত বণিক জলদ-দল ".ানিতেছে সঙ্গে ক ি ধারা-হার ক " ॥ যা হোকৃ–এই সব রাজ-লিভলের শ্লাঘ। করে আর কি হবে ? আচ্ছ। আমি তবে এখন এই কাননে আমার প্রিয়াকে অন্বেষণ করি । (দেখিয়া) হায় ! প্রিয়ার অন্বেষণ করতে গিয়ে এইগুলি যে আর ও আমার বিরহের উদ্দীপক হয়ে উঠল । নব কন্দলীর ফুল সলিল-গরভ, আর আরক্ত বরণ ; — অভিমানে ছলছল প্রিয়ার সে আঁখি দেয় করিয়া স্মরণ ॥ যদি এই দিক দিয়ে গিয়ে থাকেন, কি করে’ এখন তার সন্ধান করি ? কেননা 2– বর্ষাসিক্ত বালুময় এই চারু বনভূমি চরণ-পরশ তার যদি গো লভিত, সে গুরু নিতম্বভারে নত যে চরণ, তার অলক্ত-রঞ্জিত পংক্তি হইত অঙ্কিত ॥