Vo বিক্রমোর্কশী । —মুহুর্তে হইল তারা অন্তরূপে রূপান্তরিত । এমোর নয়ন দুটি উল্মীলিত করিব না আর, ম্পশি যারে প্রিয় ভাবি —পাছে প্রিয়া না হয় আবার ॥ ( ধীরে ধীরে চক্ষু উন্মীলন করিয়া ) একি ! সত্যই যে প্রিয়তম । উৰ্ব্ব —(অশ্রু মোচন করিয়া ) মহারাজের জয় হোক । রাজ| — তোমার বিরহে প্রিয়ে, তমো-মাঝে ছিলাম মগন, ভাগ্যবশে পেয়ে পুন, মৃত যেন পাইল চেতন ॥ উৰ্ব্ব ।—অস্তরেজিয়ের দ্বারা আমি সমস্ত বৃত্তান্ত মহারাজ প্রত্যক্ষ করেছি । রাজা –অস্তরেন্দ্রিয় ?—এ কথার অর্থ আমি বুঝতে পারলেম না । উৰ্ব্ব —আমি তা পরে বলচে । আপাতত, আমি যে রাগ করে চলে’ গিয়ে আপনাকে এই অবস্থায় ফেলেছিলেম, সেজন্ত প্রসন্ন হয়ে আমাকে মার্জন করুন । রাজ –কল্যাণি ! আমাকে আবার প্রসন্ন করতে হবে কেন ? তোমার দর্শনেই বাহ-অন্তঃকরণ, অন্তরাত্মা, সমস্তই আমার প্রসন্ন হয়েছে। বল দিকি, আমাকে ছেড়ে কি করে এত দিন ছিলে ? ' উৰ্ব্ব —শুমুন মহারাজ ! ভগবান কাৰ্ত্তিকেয়, শাস্বত কুমার ব্রত গ্রহণ করে। অকলুষ নামে গন্ধমাদনের এই প্রাস্তদেশে এসে বাস করেন। এবং সেই সময়,এই নিয়ম স্থাপন করেন : —যে কোন স্ত্রীলোক এ প্রদেশে প্রবেশ করবে অমনি সে লতারূপে পরিণত হবে—গৌরীচরণ
পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৭৩
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।