পাতা:বিক্রমোর্ব্বশী (জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর).djvu/৮০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিক্রমোর্কশী । ፃ© রাজা –সখা Nএ কি করে হল ? নৈমেষের-যজ্ঞ উপলক্ষে যাওয়া झॉक्लl, র্তার সঙ্গে আমার তো আর কখন ছড়াছাড়ি হয়নি । র্তার গর্ভলক্ষণও আমি কখন দেখি নি। তবে সস্তান হল কি করে’ ? কিন্তু – কিছু দিন হতে আমি, দেখেছিনু বটে তার অলস নয়ন, কুচাগ্র ঈষৎ নীল, লবলীর ফল সম পাণ্ডুর আনন। বিদু —সমস্ত মানুষী ধৰ্ম্ম সে দেবতাতেও থাকৃবে এ কথা আপনি মনে করবেন না । তাদের সমস্ত কাৰ্য্যই তাদের নিজের প্রভাব-বলে গুপ্ত থাকে | রাজা –তুমি যা বলচ্ তাই যেন হয়। কিন্তু পুত্র গোপন করে রাখবার তার অভিপ্রায় কি ? বিদু —দেবতার রহস্ত কে বুঝতে পারে বলুন ? ( কঞ্চকীর প্রবেশ ) কধু —মহারাজের জয় ! চ্যবন ঋষির আশ্রম হতে একটি কুমারকে নিয়ে একজন তাপসী এসেচেন—তিনি আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চান | রাজা (—দুজনকেই শীঘ্র নিয়ে এসে । কধু —যে আজ্ঞে মহারাজ । প্রস্থান করিয়া ধনুধারী কুমার ও তাপসীকে লইয়া পুনঃ প্রবেশ । কধু —এই দিক দিয়ে ভগবত এইদিক দিয়ে । ( সকলের পরিক্রমণ ) বিদু।– দেখিয়া) ইনিই কি সেই ক্ষত্রিয় কুমার যার নামাঙ্কিত বাণে গৃধটি লক্ষ্যবিদ্ধ হয় ?