এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বিক্রমোর্কশ । রাজা –কুল দ্বৈর হও। } উৰ্ব্ব ।--পিতার সেবক হও । ( নেপথ্যে বৈতালিকদ্বয় ) প্রথম – দেব-মুনি অত্রি যথা 切● ব্ৰহ্ম-সম গুণের নিধান, অত্রি-সম শশধর, শশধর বুধের সমান, বুধের সমান ঘথা গুণ ধরে আমাদের ভূপ, লোক-কাস্তগুণে তথা তুমি হও পিতৃ-অনুরূপ । কি করিব আশীৰ্ব্বাদ ? © —সৰ্ব্বশ্রেষ্ঠ কুল তব পূৰ্ব্ব হতে সেই কুলে আশীষ সমাপ্ত সব ॥ দ্বিতীয় — উচ্চদেরো অগ্রগণ্য স্থিতিমান যথা হিমাচল আছিল। তোমার পিতা ; লক্ষ্মী তাই তাহাতে অচল । অসীম তোমারো ধৈর্য্য তাই লক্ষ্মী তোমাদের মাঝে বিভক্ত হইয়া যেন আরো কত শোভায় বিরাজে । —গঙ্গা যথা, রত্নাকর আর হিমাচল উভয়েরে বিভাগিয়া দেন তার জল ॥