পাতা:বিচিত্রিতা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিচিত্রিত এ অমাবস্যায় বল্পাহার কালো অশ্ব উদ্ধশ্বাসে ধায় । কালো চিন্তা মম আত্মঘাতী ঝঞ্চাসম বিস্মৃতির চির-বিলুপ্তিতে চলে ঝাপ দিতে নিরঙ্কিত পথ বেয়ে । যাক ধেয়ে । সৃষ্টিহীন দৃষ্টিহীন রাত্রিপারে ব্যর্থ তুরাশারে নিয়ে যাক – অন্তিম শূন্যের মাঝে নিশ্চল নিৰ্ব্বাক্ । তারপরে বিরহের অগ্নিমানে শুভ্ৰ মন রৌদ্রস্নাত আশ্বিনের বৃষ্টিশূন্য মেঘের মতন উন্মুক্ত আলোকে দীপ্তি পাক মুনিৰ্ম্মল শোকে । 8 ግ