পাতা:বিচিত্রিতা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8b" বিচিত্রিত অনাগত এসেছিল বহু আগে যারা মোর দ্বারে, যারা চ’লে গেছে একেবারে, ফাগুন মধ্যাহ্ন বেল শিরীষ ছায়ায় চুপে চুপে তারা ছায়ারূপে আসে যায় হিল্লোলিত শ্রাম দুৰ্ব্বাদলে । ঘন কালে দীঘিজলে পিছনে ফিরিয়া চাওয়া আঁাখি জ্বলোজ্বলে৷ করে ছলোছলো । মরণের অমরতালোকে ধূসর আঁচল মেলি ফিরে তার গেরুয়া আলোকে যে এখনো আসে নাই মোর পথে, কখনো যে আসিবে না আমার জগতে, তার ছবি অঁাকিয়াছি মনে,— একেলা সে বাতায়নে বিদেশিনী জন্মকাল হোতে । সে যেন শেউলি ভাসে ক্ষীণ মৃত্যু স্রোতে, কোথায় তাহার দেশ নাই সে উদ্দেশ ।