এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
বিচিত্রিতা দ্বারে এক তুমি নিঃসঙ্গ প্রভাতে, অতীতের দ্বার রুদ্ধ তোমার পশ্চাতে সেথা হোলে তাবসান বসন্তের সব দান, উৎসবের সব বাতি নিবে গেল রাতে ॥ সেতারের তার হোলো চুপ, শুষ্কমালা, ভষ্মশেষ দগ্ধ গন্ধধূপ ৷ করবীর ফুলগুলি ধূলিতে হইল ধূলি, লজ্জিত সকল সজ্জা বিরস বিরূপ । সম্মুখে উদাস বর্ণচীন ক্ষীণছন্দ মন্দগতি তব রাত্রিদিন । সম্মুখে আকাশ খোলা, নিস্তব্ধ, সকল-ভোলা, মত্ততার কলরব শান্তিতে বিলীন (? (?