পাতা:বিচিত্রিতা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

যেন স্বপ্নে উঠিতেছ উৰ্দ্ধপানে, যেন তুমি বীণাধ্বনি, শান্ত সুরে তানে চলিয়াছ মেঘলোকে । আজি মোর চোখে কাছের মূৰ্ত্তির চেয়ে দূরের মূৰ্ত্তিতে তুমি বড়ো। অনেক দিনের মোর সব চিন্তা করিয়াছি জড়ো, সব স্মৃতি অব্যক্ত সকল প্রীতি, ব্যক্ত সব গীতি, উৎসর্গ করিনু আজি, যাত্রী তুমি, তোমার উদ্দেশে স্পর্শ যদি নাই করে যাক তবে ভেসে ॥ বিচিত্রিত